আজ: রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ইং, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৯ জানুয়ারী ২০২৪, মঙ্গলবার |

kidarkar

সূচকের পাশাপাশি এসএমই মার্কেটের লেনদেনে ও সুবাতাস!

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের স্বল্প মূলধনী কোম্পানিগুলোর (এসএমই প্লাটফর্ম) মার্কেটে উত্থান হয়েছে। এদিন এসএমইতে সূচকের পাশাপাশি টাকার অংকেও লেনদেন বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (৮ জানুয়ারি) এসএমইর প্রধান সূচক ‘ডিএসএমইএক্স’ আগের কার্যদিবসের তুলনায় ১৫ দশমিক ৭৮ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সূচকটি দাঁড়িয়েছে ১ হাজার ৩১৮ পয়েন্টে।

এদিন এসএমইতে লেনদেন হওয়া ১৭টি কোম্পানির মধ্যে ১৫টির দর বেড়েছে। আর বাকী ২টির দর আজ কমেছে।

আজ এসএমইতে ৭৯ লাখ ৪৮ হাজার ৩৪৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২০ কোটি ৫৫ লাখ ১৭ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৪ কোটি ৮৮ লাখ ৯৬ হাজার টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৫ কোটি ৬৬ লাখ ২১ হাজার টাকা।

আজ এসএমই প্লাটফর্মে লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে কৃষিবিদ ফিড লিমিটেড। সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিটির ১০ লাখ ৬৫ হাজার ১৩১টি শেয়ার হাতবদল হয়েছে। যার বাজারমূল্য ৩ কোটি ১৫ লাখ ৬২ হাজার টাকা।

সোমবার স্বল্প মূলধনী কোম্পানিগুলোর মার্কেটে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এগ্রো অর্গানিকা পিএলসি। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৭৬ শতাংশ বেড়েছে। বাজার শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২৮ টাকা ১০ পয়সায়।

অপরদিকে সর্বোচ্চ দরপতন হয়েছে ইউসুফ ফ্লাওয়ার। আজ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ১৯৮ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯৯ শতাংশ কমেছে।

 

শেয়ারবাজারনিউজ ডটকম/ শি.

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.