আজ: শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ইং, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৮ জানুয়ারী ২০২৪, বৃহস্পতিবার |

kidarkar

আবার ও পুঁজিবাজারে পতনের সুর!

নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: আজ ১৮ জানুয়ারি সূচকের পতনে সপ্তাহ শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। এতে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরণের প্রতাশা ছিল যে বাজার ইতিবাচক হবে। দুপুর সোয়া ১২টা পর্যন্ত সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা যায়।

কিন্তু দুপুর সোয়া ১২টার পরই সূচকের একটানা পতন হতে থাকে, যা শেষ পর্যন্ত অব্যহত থাকে। এর ফলে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরণের হতাশা দেখা যায়। কারণ বাজারের এমনটা তাদের প্রত্যাশা ছিলনা। দিনশেষ সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৪ শতাংশ বা ৯.৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৩৬.৭৫ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ২.১১ পয়েন্ট কমে ১ হাজার ৩৮৮.২৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯.১১ পয়েন্ট কমে ২ হাজার ১২৯.৭১ পয়েন্টে অবস্থান করছে।

এদিন লেনদেনে অংশ নেয়া ৩৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৬ টির, কমেছে ১১১ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭২ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৬.৫১ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ১৪ কোটি ১৯ লাখ ১৭ হাজার ৮৬৯টি শেয়ার ১ লাখ ৬২ হাজার ৫৭৪ বার হাতবদল হয়েছে। টাকার অংকে যার বাজারমূল্য ৬৩৭ কোটি ১১ লাখ ২৫ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৭ জানুয়ারি ডিএসইতে ১৬ কোটি ৬৭ লাখ ২৪ হাজার ৮২৪টি শেয়ার ১ লাখ ৭৪ হাজার ৬৯৯ বার হাতবদল হয়। টাকার অংকে যার বাজারমূল্য ছিল ৭৬০ কোটি ৮ লাখ ১১ হাজার টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ১২২ কোটি ৯৬ লাখ ৮৬ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০১ শতাংশ বা ২.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৭৮০.২৬ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৭ টির, কমেছে ৬৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫ টির।

আজ দিন শেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৯ কোটি ১৭ লাখ ৪৫ হাজার ৭৫৮ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৩ কোটি ৫৪ লাখ ২৫ হাজার ৯৭৪ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪ কোটি ৩৬ লাখ ৮০ হাজার ২১৬ টাকা।

শেয়ারবাজারনিউজ ডটকম/ শি.

২ উত্তর “আবার ও পুঁজিবাজারে পতনের সুর!”

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.