অস্বাভাবিক বাড়ছে দুই কোম্পানির শেয়ার দর
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত এস্কয়ার নিট ও লাভোলো শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানি ২টির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে ২৫ ফেব্রুয়ারি এস্কয়ার নিটকে ও ২০ ফেব্রুয়ারি লাভোলোকে ডিএসই নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানি ২টি পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানি ২টির শেয়ার দর এভাবে বাড়ছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, লাভোলোর গত ৬ ফেব্রুয়ারি শেয়ার দর ছিল ৩৪ টাকা ৪০ পয়সা। ১৮ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ার দর ৫১ টাকা ৯০ পয়সা উন্নীত হয়েছে। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।