আজ: শুক্রবার, ১৭ মে ২০২৪ইং, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই জিলকদ, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৭ মার্চ ২০২৪, বৃহস্পতিবার |

kidarkar

মোদি গেলেন কাশ্মীর

আন্তর্জাতিক ডেস্ক: ২০১৯ সালে বিরোধপূর্ণ জম্মু ও কাশ্মির রাজ্যের আধাস্বায়ত্তশাসনের মর্যাদা বাতিলের পর প্রথমবারের মতো কাশ্মিরের প্রধান শহর শ্রীনগর সফরে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর আলজাজিরার।

মোদি সরকারই মুসলিম অধ্যুষিত এই ভূখণ্ডটির বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল করে সেটিকে দুই ভাগে লাদাখ এবং জম্মু ও কাশ্মিরে বিভক্ত করে। এখানে বসবাসরত লোকজনের ভূমি ও চাকরির ওপর উত্তরাধিকার সূত্রে দেওয়া সুরক্ষার সুবিধাও বাতিল করা হয়।

মোদি সরকারের এসব সিদ্ধান্ত ভারতজুড়ে সাধুবাদ পেলেও জম্মু ও কাশ্মিরের বিদ্রোহীদের জন্য সৃষ্টি করেছিল প্রচণ্ড ক্ষোভের। হিমালয় পাহাড়ি অঞ্চলের রাজ্য জম্মু ও কাশ্মিরে স্বাধীনতা অথবা প্রতিবেশি পাকিস্তানের সঙ্গে একীভূত হওয়ার দাবিতে বিদ্রোহ শুরু হয় ১৯৮৯ সালে। যদিও সমস্যাটি পুঞ্জীভূত ছিল ব্রিটিশ আমল থেকেই।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, আজ বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে শ্রীনগরে পৌঁছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর কড়া নিরাপত্তায় তিনি বাদামিবাগের ক্যান্টনমেন্ট এলাকায় পৌঁছান। এখানে তিনি যুদ্ধে নিহত ভারতীয় সেনাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শ্রীনগরের বকশি স্টেডিয়ামে এক সমাবেশে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে তার। এর আগে ২০ ফেব্রুয়ারি নরেন্দ্র মোদি জম্মুতে এক সমাবেশে ভাষণ দিয়েছিলেন।

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.