আজ: রবিবার, ০৫ মে ২০২৪ইং, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৭ মার্চ ২০২৪, বৃহস্পতিবার |

kidarkar

এনসিসি ব্যাংকের সাথে ব্রেন স্টেশনের চুক্তি

নিজস্ব প্রতিবেদক: এনসিসি ব্যাংক পিএলসি. বৃহস্পতিবার (৭ মার্চ) ব্রেন স্টেশন ২৩ পিএলসি. এর সাথে রিটেইল ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং ও ওয়ালেট স্যলিউশন “এনসিসি অলওয়েজ” সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে।

উল্লেখ্য যে, উন্নত প্রযুক্তির এই ফিনটেক স্যলিউশন এর মাধ্যমে এনসিসি ব্যাংকের রিটেইল ব্যাংকিং কার্যক্রম সফলভাবে সম্পাদিত হবে, যা ব্যাংকের গ্রাহক সেবার পরিধি বিস্তৃতিতে সহায়তা করবে।

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম.শামসুল আরেফিন এবং ব্রেন স্টেশন ২৩ এর ব্যবস্থাপনা পরিচালক রাইসুল কবির স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ মাহবুব আলম, মোঃ রাফাত উল্লা খান ও মোঃ জাকির আনাম, এসইভিপি ও কোম্পানী সচিব মোঃ মনিরুল আলম, এসইভিপি ও চীফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মিজানুর রহমান এফসিএ, এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান, ইভিপি ও হেড অব রিটেইল এন্ড এসএমই বিজনেস মোহাম্মদ রিদওয়ানুল হক, মানবসম্পদ বিভাগ প্রধান সৈয়দ হাসনাইন মামুন, হেড অব কার্ডস এন্ড ডিজিটাল পেমেন্ট ডিভিশন জোবায়ের মাহমুদ ফাহিম এবং ব্রেন স্টেশন এর ফিনটেক বিভাগের ভিপি মোঃ সাইফুল ইসলাম খান ও এসবিইউ এর প্রধান আবদুল্লাহ্ বিন আমিনসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.