পুঁজিবাজারে ঢালাও দরপতন, নিঃস্ব হচ্ছেন বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন ধরেই বেহাল দশা দেশের পুঁজিবাজারে। মাঝে কিছুদিন ঘুরে দাঁড়ালেও ফের পুঁজিবাজারে চলছে অব্যাহত দরপতন। এতে বিনিয়োগকারীরা প্রতিনিয়ত বিনিয়োগ করা পুঁজি হারাচ্ছেন। বাজারের পতন ঠেকানোর কোনো উপায় যেন মিলছে না। বরং দিন যত যাচ্ছে বিনিয়োগ করা পুঁজি হারিয়ে নিঃস্ব হচ্ছেন বিনিয়োগকারীরা। সবকিছু মিলিয়ে বাজারে এখন চরম আস্থার সংকট।
নিয়ন্ত্রক সংস্থার ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তন, ব্যাংকের সুদের হার বেড়ে যাওয়ার সঙ্গে রয়েছে কারসাজি চক্রের দৌরাত্ম্য- সবমিলিয়ে পুঁজিবাজারের এমন দশা বলে মনে করছেন বিশ্লেষকরা।
তবে পুঁজিবাজার নিয়ে গুজব ছড়ানোর বিষয়ে সব সময় সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বিএসইসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় বাজার পরিস্থিতি বা শেয়ারের দাম নিয়ে পূর্বাভাস দেওয়াসহ বিভিন্ন গুজব ছড়ানোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে কমিশন। পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে পুঁজিবাজার সংশ্লিষ্ট সকলকে এ ধরনের গুজব ও অসত্য তথ্য প্রকাশ কিংবা প্রচার থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
আজ সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার দেশের পুঁজিবাজারে ঢালাও দরপতন হয়েছে। সব খাতের ৩৩০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। এতে কমেছে প্রধান মূল্যসূচক। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।
বাজার বিশ্লেষণ করলে দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬৯ দশমিক ৮০ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ৮৯৮ পয়েন্টে।
সোমবার ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৪টি কোম্পানির, বিপরীতে ৩৩০ কোম্পানির দর কমেছে। আর ৩২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।