আজ: মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ইং, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

৩১ অক্টোবর ২০১৫, শনিবার |

kidarkar

প্রিমিয়াম আয় বেড়েছে ন্যাশনাল লাইফের

national-life copyশেয়ারবাজার ডেস্ক: তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’১৫-সেপ্টেম্বর’১৫) অনিরীক্ষিত প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। প্রতিবেদন অনুযায়ী প্রিমিয়াম আয় বেড়েছে কোম্পানির। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির লাইফ ফান্ড আগের বছরের একই সময়ের তুলনায় ২ কোটি ৮৬ লাখ ১৪ হাজার ৭৪৩ টাকা বেড়ে ফান্ডের আকার সর্বমোট ৩ হাজার ৯৫ কোটি ৪৭ লাখ ১৪ হাজার ৯৮৮ টাকা হয়েছে। যা আগের বছর একই সময়ে লাইফ ফান্ড বেড়ে ফান্ডের আকার হয়েছিল ৩ হাজার ২৯ কোটি ৯৩ লাখ ৫৫ হাজার ১১১ টাকা।

এদিকে গত নয় মাসে (জানুয়ারি’১৫-সেপ্টেম্বর’১৫) এ কোম্পানির নীট প্রিমিয়াম হয়েছে ৩৩৮ কোটি ৮৯ লাখ ৪২ হাজার টাকা। আগের বছরের একই সময়ে  ৩৩৬ কোটি ৩ লাখ ২৭ হাজার টাকা ছিল।

অন্যদিকে কোম্পানির সর্বশেষ তিন মাসে (জুলাই’১৫-সেপ্টেম্বর’১৫) প্রিমিয়াম আয় হয়েছে ১৩৯ কোটি ৬৫ লাখ ৯৯ হাজার টাকা। আগের বছরের একই সময়ে তা ১৩৪ কোটি ৪৫ লাখ ৫০ হাজার টাকা ছিল।

শেয়ারবাজারনিউজ/ওহসি

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.