আজ: মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ইং, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২১ নভেম্বর ২০১৫, শনিবার |

kidarkar

আইএস দমনে কঠোর হবে জাতিসংঘ

ISILশেয়ারবাজার ডেস্ক: ইসলামিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) দমনে কঠোর হচ্ছে জাতিসংঘ। এ সংক্রান্ত একটি প্রস্তাবনা নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। এর ফলে খুব শিগগির আইএস বিরোধী অভিযানে বর্তমানের চেয়ে দ্বিগুণ শক্তি প্রয়োগ করতে দেখা যাবে।

গত ১৩ নভেম্বর প্যারিস হামলার পরিপ্রেক্ষিতে এ প্রস্তাবনা পাস হলো নিরাপত্তা পরিষদে। ওই হামলায় শতাধিক নিহত ও সাড়ে তিন শতাধিক আহত হন। পরে আইএস এ হামলার দায় স্বীকার করে নেয়।প্রস্তাবনাটি জাতিসংঘে উপস্থাপন করে ফ্রান্স। এতে আইএস দমনে ‘প্রয়োজনীয় সব’ পদক্ষেপ নিতে প্রস্তাব করা হয়।

এ সময় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইরাক ও সিরিয়ায় গেঁড়ে থাকা আইএসসহ অন্যান্য জঙ্গি সংগঠনকে সমূলে উৎপাটন করতে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানায়।

শেয়ারবাজারনিউজ/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.