আজ: শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ইং, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৭ মার্চ ২০১৫, শনিবার |

kidarkar

গুগলে চাকুরীর জন্য যা জানাতে হবে আপনাকে!

googleশেয়ারবাজার ডেস্ক: জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলে চাকরি এই মুহূর্তে সবচেয়ে বেশি পছন্দনীয়। ইঞ্জিনিয়ারদের কাছে এ চাকরি যেন স্বপ্নের মতো। কল্পনা করে দেখুন করে দেখুন গুগলে চাকরি করলে আপনার বেতন কত হবে?
আপনি কি জানেন একজন শিক্ষানবিশ হিসেবে সেখানে যোগদান করলেই পাওয়া যায় ৭০ থেকে ৯০ হাজার মার্কিন ডলার। মানে প্রায় ৫৪ লাখ টাকা।
সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পাওয়াদের বেতন ১ লাখ ১৮ হাজার মার্কিন ডলার। মানে প্রায় ৯১ লাখ টাকা। আর সিনিয়র হলে দেড় লাখ ডলারের বেশি। মানে ১ কোটি ১৫ লাখ টাকারও বেশি। হিসাব করতে নিশ্চই কষ্ট হচ্ছে।
এমন লোভনীয় চাকরি কে না করতে চায়। কিন্তু গুগলে চাকরি পাওয়াটাও সহজ কথা নয়। সেখানে চাকরি পেতে বছরে আড়াই লাখ আবেদন পড়ে। এরমধ্যে মাত্র হাজার চারেক নিয়োগ পেয়ে থাকেন। গুগলে চাকরির ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু পিছিয়ে নেই। বুয়েট, জাবি, শাবি, ঢাবি থেকে বেশ কয়েকজন শিক্ষার্থী গুগলে ইঞ্জিনিয়ার হিসেবে চাকরির সুযোগ পেয়েছেন। গুগলে কাজ করতে আগ্রহী এমন তরুণদের জন্য একটি গাইডলাইন প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এডুকেশনাল টিম ওই গাইডলাইন তৈরি করেছে।

এবার আপনাদের জানাবো নিয়োগের ক্ষেত্রে গুগল যেসব বিষয় গুরুত্ব দিয়ে থাকে সেসব সম্পর্কে…
১. কম্পিউটার সাইন্স বিষয়ে বেসিক ধারণা ভালো থাকতে হবে।
২. সি++, জাভা, পাইথন এর মধ্যে অন্তত একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা কোড জানতে হবে।
৩. পাশাপাশি অন্যান্য প্রোগ্রামিং কোর্সও জানতে হবে। যেমন, এড জাভা স্ক্রিপ্ট, সিএসএস, রুবি এবং এইচটিএমএল।
৪. সফটওয়্যারের খুঁটিনাটি জানতে হবে। যেমন সফটওয়্যারের ত্রুটি ধরা, পরীক্ষা তৈরি ও ভাঙ্গার বিষয়ে জ্ঞান থাকতে হবে।
৫. অবশ্যই গণিতের উপর দক্ষ হতে হবে। নিয়োগের ক্ষেত্রে গণিতকে বিশেষ গুরুত্ব দেয় গুগল।
৬. এলগোরিদম ও ডাটা স্ট্রাকচারেও দক্ষতা থাকতে হবে।
৭. জানতে হবে অপারেটিং সিস্টেম। গুগল যেহেতু রোবট নিয়ে কাজ করছে তাই পরিচয় থাকতে হবে কৃপ্তিম বুদ্ধিমত্তার সঙ্গে।
৮. সমৃদ্ধ ভাষায় প্রোগ্রাম কিভাবে লিখতে হয় তা জানতে হবে। অর্থাৎ কম্পাইল তৈরি জানতে হবে।
৯. সাইবার-ক্রাইম নিয়ে উদ্বেগের কারণে ইদানীং ক্রিপ্টোগ্রাফি বা গুপ্ত-লিপিতে পারদর্শিতাকে গুরুত্ব দেন গুগল।
১০. গুগলের এডুকেশনাল টিম সর্বশেষ যে বিষয়টির কথা উল্লেখ করেছেন তার হচ্ছে প্যারালাল প্রোগ্রামিং জানা।

 

শেয়ারবাজার/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.