আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৩ জুলাই ২০১৬, বুধবার |

kidarkar

মাইগ্রেনের সমস্যা; যেকোনো সময়ই হার্ট অ্যাটাক!

Regrets wrong doing. Man having a duh moment

Regrets wrong doing. Man having a duh moment

শেয়ারবাজার ডেস্ক: কখনো মাথা ব্যথার ওষুধ, কখনো বা ঘুম, কখনো আবার তেল মালিশ- এসবের মাধ্যমেই খানিক স্বস্তি মেলে এই অসহ্য মাথার যন্ত্রণা থেকে৷ প্রতিদিন কাজের চাপে ভীষণ মাথা ধরে যায়? কিন্তু মাথা ব্যথার কারণ অজানাই থেকে যায়৷ কোনোরকম চিকিৎসা হয় না| আর এতেই লুকিয়ে থাকে জটিল অসুখের ভ্রুণ৷ বিশেষ করে নারীদের ক্ষেত্রে এই মাথা ধরার অসুখ খুবই বিপজ্জনক৷

গবেষণায় জানা গেছে, যে নারীদের মাইগ্রেনের সমস্যা থাকে, তাঁদের মধ্যে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় বেশি হয়৷ জার্মানির ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ এবং হার্ভার্ড টি এইচ চ্যান স্কুল অফ পাবলিক হেল্থ স্কুল অফ ইউএস-এর গবেষকরা একটি সমীক্ষা চালিয়ে দেখেছেন, যে মহিলারা মাইগ্রেনের সমস্যায় ভোগেন তাঁদের হৃদযন্ত্রের সমস্যা হওয়ার প্রবণতা থাকে৷ হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাও তাঁদের বেড়ে যায়৷ ২১ থেকে ৪২ বছর বয়সী ১১৫,৫৪১ জন মহিলার মধ্যে সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, যে নারীদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তাঁদের হার্ট অ্যাটাক হওয়ার প্রবণতা রয়েছে আর যাঁদের মাইগ্রেন নেই তাঁদের চেয়ে বেশ কিছুটা বেশি৷

গবেষণা বলছে মাইগ্রেনের সমস্যা কেবল হার্ট অ্যাটাক নয়, আরও নানা ধরনের হৃদযন্ত্রের সমস্যার সৃষ্টি করে৷ স্ট্রোক, অ্যাঞ্জিনা ইত্যাদি অসুস্থতা দেখা দেওয়ারও সম্ভাবনা থাকে এক্ষেত্রে৷

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.