আজ: মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ইং, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৬ জানুয়ারী ২০১৭, সোমবার |

kidarkar

১২২ বছরের রেকর্ড ভাঙল বাংলাদেশ!

newzilandশেয়রবাজার ডেস্ক: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যে চলছে ২ টেস্ট ম্যাচ সিরিজ। আর প্রথম টেস্ট ম্যাচেই হয়েছে অনেক রেকর্ড। উইকেটের পেছনে পাঁচটি ক্যাচ নিয়েছেন ইমরুল কায়েস। টেস্ট ইতিহাসে এই প্রথম বদলি কোনো উইকেটরক্ষক হিসেবে পাঁচ ক্যাচ নিয়েছেন ইমরুল।

টেস্টে প্রথম ইনিংসে সবচেয়ে বেশি রান করে হারের রেকর্ড যে এটাই। বাংলাদেশ ভেঙে দিল ১২২ বছর পুরোনো রেকর্ড! যে রেকর্ড ভাঙায় গর্ব নেই, আছে রাজ্যের হতাশা। এর আগে টেস্ট ক্রিকেটে প্রথম ইনিংসে ৫৯৫ রানের বেশি হয়েছে ৭৬ ইনিংসে। ৩৮ বারই জয় পেয়েছে দলগুলো। ড্র হয়েছে ৩৭ ম্যাচ। বাংলাদেশই প্রথম দল, যারা কি না প্রথম ইনিংসে ৫৯৫ রান করেও হারল।

এর আগে ১৮৯৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে সিডনিতে ৫৮৬ রান করে হেরেছিল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে সাড়ে পাঁচশ রানের বেশি করে হারের রেকর্ড আছে আর তিনটি। ১৯৭৩ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার ৪৪১ রানের জবাবে ৫৭৪ রান করেছিল পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিং বীরত্বে আর পেসারদের দাপটে ৯২ রানে হেরে বসেন জহির আব্বাসরা। পরের ঘটনাটি ২০০৩ সালে অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজের। রিকি পন্টিংয়ের ২৪২ রানে ভর করে ৫৫৬ রান করে অস্ট্রেলিয়া। জবাবে রাহুল দ্রাবিড়ের দ্বিশতকে ৫২৩ রান করে ভারত। অজিত আগারকার ৬ উইকেট নিলে দ্বিতীয় ইনিংসে ১৯৬ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস। দ্রাবিড়ের আরেকটি দুর্দান্ত ইনিংসে চার উইকেটে জয় পায় ভারত।

সর্বশেষ ঘটনাটি ২০০৫ সালে অ্যাশেজে। পল কলিংউডের ২০৬ ও কেভিন পিটারসেনের ১৫৮ রানের সুবাদে ৫৫১ রান করে ইংল্যান্ড। তবে শেন ওয়ার্ন ম্যাজিকে ১২৯ রানেই শেষ হয় ইংলিশদের দ্বিতীয় ইনিংস। শেষ পর্যন্ত ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।

আরো একটি লজ্জার রেকর্ডের খুব কাছাকাছি চলে গিয়েছিল বাংলাদেশ। সেটি হলো, সবচেয়ে বেশি রানের জুটি গড়ে হারের রেকর্ড। এর আগে পরাজিত হওয়া ম্যাচে সবচেয়ে বেশি রানের জুটিটা ছিল মোহাম্মদ ইউসুফ ও ইউনুস খানের। ২০০৬ সালে লিডসে তৃতীয় উইকেট জুটিতে ৩৬৩ রানের জুটি গড়েন এ দুই তারকা ব্যাটসম্যান। এ রেকর্ডেরও কাছে চলে এসেছিল বাংলাদেশ। ওয়েলিংটনে ৩৫৯ রানের জুটি বাঁধেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। মাত্র কয়েকটা রানের জন্য শেষপর্যন্ত ভাঙেনি ইউসুফ-ইউনুসের জুটির রেকর্ডটি।

প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে হারের নজিরও খুব বেশি দেখা যায় না। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা দেখা গেল মাত্র ১৪তম বারের মতো। দক্ষিণ আফ্রিকা তিনবার, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ দুবার করে এই রেকর্ড গড়ে।

শেয়ারবাজারনিউজ/সো

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.