২৮ শতাংশ দর বেড়েছে সোস্যাল ইসলামী ব্যাংকের

শেয়ারবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে সবচেয়ে বেশি শেয়ার দর বেড়েছে সোস্যাল ইসলামী ব্যাংকের। আর এতে ব্যাংকটি সাপ্তাহিক টপটেন গেইনারের শীর্ষে উঠে এসেছে। গত সপ্তাহে ব্যাংকটির শেয়ার দর বেড়েছে ২৮.২৪ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুযায়ী, আলোচ্য সপ্তাহজুড়ে ব্যাংকটির ৪৪ কোটি ৯২ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা প্রতিদিন গড়ে ১১ কোটি ২৩ লাখ ২২ হাজার ২৫০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইতে সাপ্তাহিক গেইনারের তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে হাক্কানী পাল্প ও পেপারের ২১.১০ শতাংশ, এ্যাপেক্স স্পিনিংয়ের ১৯.৯৮ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ১৮.২৭ শতাংশ, উসমানিয়া গ্লাসের ১৫.৫৩ শতাংশ, মিথুন নিটিংয়ের ১৪.৬১ শতাংশ, এ্যাপেক্স ফুডসের ১২.৬৩ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ১২.৩৬ শতাংশ, মুন্নু সিরামিকের ১২.২৯ শতাংশ ও মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ১২.০৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।
শেয়ারবাজারনিউজ/এম.আর