আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৪ সেপ্টেম্বর ২০১৭, রবিবার |

kidarkar

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ করবে বিএসইসি: উদ্বোধন ২ অক্টোবর

BSECশেয়ারবাজার রিপোর্ট: বিশ্ব পুঁজিবাজার নিয়ন্ত্রনকারী সংস্থাসমূহের সংগঠন  International Organization Of Securities Commission (IOSCO) আগামী ২ থেকে ৮ অক্টোবর প্রথমবারের মতো বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ,২০১৭ ঘোষনা করে বিশ্বব্যাপী তা উযযাপনের সিদ্ধান্ত গ্রহন করেছে। উক্ত বিনিয়োগকারী সপ্তাহ,২০১৭ এর মূল উদ্দেশ্য হলো বিনিয়োগ শিক্ষা সম্পর্কিত তথ্য/উপাত্ত বিনিয়োগকারীদের নিকট প্রচার ও অবহিতকরনের মাধ্যমে বিনিয়োগকারীদের সচেতন করা ও সুরক্ষা নিশ্চিত করা।

বিএসইসি সূত্র জানিয়েছে, International Organization Of Securities Commission (IOSCO) এর “A” ক্যাটাগরির সদস্য হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন উক্ত সপ্তাহ পালনের সিদ্ধান্ত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করেছে। যা বিশ্ব অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ আগামী ২  অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমি,সেগুন বাগিচা ঢাকায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সংক্রান্ত বিষয়ে ২৮ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২ টায় বিএসইসির নিজস্ব ভবন,আগারগাও, ঢাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

 

শেয়ারবাজাননিউজ/ম.সা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.