আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০২ অক্টোবর ২০১৭, সোমবার |

kidarkar

প্রথমদিনেই ৪০ ছাড়ালো আমরা নেটওয়ার্কসের পি/ই

aamra networksশেয়ারবাজার রিপোর্ট: লেনদেনের প্রথম দিনেই আমরা নেটওয়ার্কসের প্রাইস আর্নিং (পি/ই) রেশি ৪০ ছাড়িয়েছে। ৩৯ টাকায় পুঁজিবাজারে আসলেও দিনের শুরুতেই ৮১.১০ টাকায় কোম্পানিটির লেনদেন শুরু হয়। এর শেয়ার কেনার জন্য ১৫০ টাকা পর্যন্ত বাই অর্ডার দিয়ে শেয়ারটির দর বাড়ানো হয়। ৮১.১০ টাকা থেকে ১৫০ টাকায় উঠানামা করে শেষ পর্যন্ত ১৪০ টাকায় সর্বশেষ লেনদেন হয়।  প্রথম দিনে কোম্পানিটির শেয়ার দর ১০১ টাকা বা ২৫৮.৯৭ শতাংশ বৃদ্ধি পায়। এতে আইপিও বিজয়ীরা ভালো পরিমাণ মুনাফা তুলে নেন।

প্রথম দিনেই আমরা নেটওয়ার্কসের ৫৬ লাখ ৯৩ হাজার ৫৯৫টি শেয়ার লেনদেন হয়। যার মূল্য দাঁড়ায় ৭০ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকা।

১০ টাকার শেয়ারের আইটি সেক্টরের এই কোম্পানিটির পরিশোধিত মূলধন ৫৩ কোটি ৪ লাখ ১০ হাজার টাকা এবং অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। এর রিজার্ভের পরিমাণ ৩৬ কোটি টাকা। কোম্পানিটির মোট ৫ কোটি ৩০ লাখ ৪১ হাজার ২০৯টি শেয়ারের মধ্যে পরিচালনা পর্ষদের কাছে রয়েছে ৩৩.০৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৩৩.৭৭ শতাংশ, বিদেশি ১৫.৯৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১৭.২১ শতাংশ শেয়ার। অর্থাৎ সাধারণ বিনিয়োগকারীদের কাছে এ কোম্পানির ৯১ লাখ ২৮ লাখ ৩৯ হাজার ২০৬টি শেয়ার রয়েছে।

শেয়ারবাজারনিউজ/ম.সা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.