যে ৩৭ জেলার নাগরিকরা পাচ্ছেন স্মার্টকার্ড
শেয়ারবাজার ডেস্ক: নাগরিকের হাতে উন্নতমানের স্মার্টকার্ড তুলে দিতে সিটি কর্পোরেশনের পর জেলাগুলোতে স্মার্টকার্ড দেওয়া শুরু করবে নির্বাচান কমিশন ইসি। এনআইডির মহাপরিচালক সাইদুর ইসলাম সাংবাদিকদের বলেন, ৩১ ডিসেম্বর থেকে দেশের ৬৪ জেলার মধ্যে ৩৭ জেলায় প্রথমে স্মার্টকার্ড বিতরণ শুরু হবে। পরবর্তিতে ২০১৮ সালে অন্য জেলাগুলোতেও স্মার্টকার্ড দেওয়া হবে।
যেসব জেলায় ৩১ তারিখ থেকে স্মার্টকার্ড দেওয়া হবে- চট্টগ্রাম সিটি কর্পোরেশন, কুমিল্লা সিটি কর্পোরেশন, রাঙ্গামাটি সদর, নোয়াখালী সদর , কক্সবাজার সদর, খাগড়াছড়ি সদর, বান্দরবান সদর।রাজশাহী সিটি কর্পোরেশন ও পবা উপজেলা, পাবনা সদর, জয়পুরহাট সদর, খুলনা সিটি কর্পোরেশন, মেহেরপুর সদর, নড়াইল সদর, বাগেরহাট সদর, বরিশাল সিটি কর্পোরেশন, পটুয়াখালী সদর, পিরোজপুর সদর, বরগুণা সদর, ঝালকাঠি সদর। সিলেট সিটি কর্পেরেশন, হবিগঞ্জ সদর, সুনামগঞ্জ সদর।ঢাকা সার্কেল ইউনিয়ন, ঢাকা সাভার, গাজীপুর সিটি কর্পোরেশন, শরীয়তপুর সদর, গোপালগঞ্জ টুংগিপাড়া, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও বন্দর।
রংপুর সিটি কর্পোরেশন, নীলফামরী সদর, পঞ্চগড় সদর, দিনাজপুর সদর, লালমনিরহাট সদর, গাইবান্ধা সদর, ঠাকুরগাঁও সদর, কুড়িগ্রাম সদর, বগুড়া সদর, নেত্রকোণা সদর।
উল্লেখ্য, দেশে বর্তমানে ভোটার আছে ১০ কোটি ১৮ লাখ। এ বছর নতুন করে যোগ হবে ৩০ লাখ ভোটার। ইসি প্রথমে ৯ কোটি ভোটারকে স্মার্টকার্ড দেওয়ার পরিকল্পনা করেছিল কিন্তু বাতিল হওয়ায় এখন সাড়ে ৭ কোটির মত নাগরিক স্মার্টকার্ড পাবে। বাকি ৩ কোটি ভোটারে জন্য কোন সিদ্ধন্ত হয়নি। তারা স্মার্ডকার্ড পাবে কি পাবে না।
শেয়ারবাজারনিউজ/মু