আজ: সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ইং, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২২ নভেম্বর ২০১৭, বুধবার |

kidarkar

নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী বোমা হামলায়, নিহত ৫০

naizariyaশেয়ারবাজার ডেস্ক: নাইজেরিয়ার পূর্বাঞ্চলীয় আদামাওয়া রাজ্যে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। সে দেশের পুলিশ বলছে, স্থানীয় সময় মঙ্গলবার (২১ নভেম্বর) মুবি শহরের ওই মসজিদে ভোরে মুসুল্লিরা যখন নামাজের জন্য পৌঁছান তখন হামলাকারী মসজিদের ভেতরেই এ বিস্ফোরণ ঘটায়।

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি আবু বাকার সুলে এএফপি বার্তা সংস্থাকে বলেছেন, তার ধারণা বোমা হামলাকারী নামাজিদের মধ্যেই ছিল।

এদিকে এই হামলা এখনো পর্যন্ত কেউ স্বীকার করেনি। তবে উত্তর নাইজেরিয়ায় বোকো হারাম নামের ইসলামী জঙ্গী সংগঠন জনসমাগম হয় এমন স্থানে প্রায়শই বোমা হামলা চালিয়ে থাকে। এতে সন্দেহ করা হচ্ছে জঙ্গি সংগঠন বোকো হারামকে। কারণ তারা নিয়মিতই এ অঞ্চলটিতে হামলা চালিয়ে আসছিল।

বোকো হারামের চালানো সহিংসতায় গত আট বছরে নাইজেরিয়ায় প্রায় ২০ হাজার লোক নিহত হয়েছে।

এ ব্যাপারে পুলিশ কর্মকর্তা ওথমান আবুবকর জানান, বোমা বিস্ফোরণে ৫০ জন মারা গেছেন এবং এ ঘটনায় আসলে কতজন আহত হয়েছেন তা নির্ণয়ের চেষ্টা করছি।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.