স্পটে লংকাবাংলার ৯৬ কোটি টাকার লেনদেন
শেয়ারবাজার রিপোর্ট: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) স্পট মার্কেটে আজ লংকাবাংলা ফাইন্যান্সের ৯৬ কোটি ৭৪ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আগামী ২৬ নভেম্বর রোববার কোম্পানিটির রাইট শেয়ার সংক্রান্ত রেকর্ড ডেট। ওই দিন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। আর রেকর্ড ডেট পর্যন্ত যার কাছে শেয়ার থাকবে তিনিই রাইট শেয়ার পাবেন। তাই আজ স্পটে কোম্পানিটির এতো শেয়ার লেনদেন হয়েছে।
এদিন কোম্পানিটির মোট ১ কোটি ৪০ লাখ ২৯ হাজার ৬২ শেয়ার লেনদেন হয়েছে। এই সময় কোম্পানিটির শেয়ার দর ৬৯.৭০ টাকা থেকে ৬৮.১০ টাকায় লেনদেন হয়েছে। সমাপনি দর নির্ধারণ হয়েছে ৬৯.৩০ টাকা।
এদিকে স্পটে আজ মোট ১৫টি কোম্পানির ১৩২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজারনিউজ/আ