ডিভিডেন্ড ও প্রথম প্রান্তিকের বোর্ড সভা করবে আলিফ ইন্ডাস্ট্রিজ
শেয়ারবাজার ডেস্ক: ডিভিডেন্ড ও প্রথম প্রান্তিকের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল মার্কেট থেকে তালিকাচ্যুত আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ঘোষণা অনুযায়ী কোম্পানির বোর্ড সভা আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আগামী ২৬ নভেম্বর, বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে আলিফ ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা। সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে জানা গেছে।
এছাড়া কোম্পানিটি একই দিনে বিকেল সাড়ে ৫টায় ৩০ সেপ্টম্বর ২০১৭ সমাপ্ত বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা করবে।
শেয়ারবাজারনিউজ/এম.আর