আগ্রহের তালিকায় জেড ক্যাটাগরির ৮ কোম্পানি
শেয়ারবাজার রিপোর্ট: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে সার্বিক লেনদেন ও সব ধরণের সূচকের পাশাপাশি বেড়েছে দুর্বল মৌলভিত্তি ও ঝুঁকিপূর্ণ কোম্পানির শেয়ারের দর।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে জেড ক্যাটাগরির লেনদেন আগের সপ্তাহের তুলনায় প্রায় ৭ কোটি টাকা বেড়েছে। এছাড়া গত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরি ছাড়া বাকি চার ক্যাটাগরির তুলনায় টপটেন গেইনার তালিকায় ৮টি উঠে এসেছে ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি। ডিএসইর সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।
দেখা গেছে, গত সপ্তাহে দুর্বল মৌলভিত্তি ও ঝুঁকিপূর্ণ কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেশি দেখা গেছে।
বিদায়ী সপ্তাহে ‘জেড’ ক্যাটাগরির লেনদেনের পরিমান দাঁড়িয়েছে ৯৭ কোটি ৪৬ লাখ ৬৪ হাজার টাকা। যা তার আগের সপ্তাহে ছিল ৯০ কোটি ৫৪ লাখ ৮২ হাজার টাকা । সে হিসেবে জেড ক্যাটাগরিতে লেনদেন বেড়েছে ৬ কোটি ৯১ লাখ ৮২ হাজার টাকা। এছাড়া গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যে পরিমান লেনদেন হয়েছে তার ১.৯৬ শতাংশ অবদান রেখেছে ‘জেড’ ক্যাটাগরি।
গত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরি ছাড়া বাকি চার ক্যাটাগরির তুলনায় টপটেন গেইনার তালিকায় জেড ক্যাটাগরির ৮ অবস্থান করছে। এর মধ্যে তালিকার শীর্ষে রয়েছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানির শেয়ার দর বেড়েছে ৩৪.২৭ শতাংশ।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা আইসিবি ইমলামী ব্যাংকের শেয়ার দর বেড়েছে ৩২.১৪ শতাংশ। তালিকার তৃতীয় স্থানে থাকা জুট স্পিনার্সের শেয়ার দর বেড়েছে ২৫.৭৫ শতাংশ। চতুর্থ স্থানে থাকা জিলবাংলা সুগার মিলসের শেয়ার দর বেড়েছে ২১.৬১ শতাংশ।
এছাড়া ৫ম স্থানে থাকা মেঘনা পেটের শেয়ার দর বেড়েছে ১২ শতাংশ, ৬ষ্ঠ স্থানে থাকা সাভার রিফ্যাক্টরীজের শেয়ার দর বেড়েছে ১১.৪১ শতাংশ।
এছাড়া ৭ম স্থানে থাকা মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ার দর বেড়েছে ৯.৪১ শতাংশ এবং তালিকার ৯ম স্থানে থাকা বিডি ওয়েল্ডিংয়ের ৯.১৩ শতাংশ শেয়ার দর বেড়েছে ৭.৫০ শতাংশ।
শেয়ারবাজারনিউজ/ম.সা