কিভাবে শেয়ার সিলেক্ট করবেন
শেয়ারবাজার ডেস্ক: আপনার একটা বেঞ্চমার্ক প্রয়োজন যার সাথে আপনার শেয়ারটা কম্পেয়ার করতে পারবেন। ইনডেক্স হোল সেই বেঞ্চমার্ক। ইনডেক্স যখন পড়ে অধিকাংশ ষ্টকই এফেক্টেড হয়। লক্ষ্য করলে দেখা যাবে কিছু স্টক কিন্তু পড়েনা। মনে হয় মার্কেটের পতনকে যেন প্রতিহত করে চলেছে। বিশেষত ঐ শেয়ার গুলো যেগুলো বটম লেভেলে অথবা বটমের কাছা কাছি থাকে। এটাই প্রমান হয় ওই স্টকগুলো পটেনশিয়ালি বুলিশ। প্রফেশনাল মানি যারা ঐ শেয়ার গুলোতে একটিভ আছে যেন আপনার চোখে আঙ্গুল দিয়ে বলছে “হাঁ এগুলো ভালো স্টক কারন আমরা ওইগুলো বিক্রি করছিনা বরঞ্চ কিনছি।“
দুর্বল স্টক গুলোতে মেজর প্লেয়ারদের সাপোর্ট থাকেনা তাই খুব সহজে পতনের শিকার হয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হোল পতনের পর ইনডেক্স যখন বাড়তে শুরু করে তখনও কিন্তু এই দুর্বল শেয়ারগুলো ইনডেক্সের সাথে তাল মিলিয়ে বাড়েনা। আপনি দেখবেন ঐ নিয়ম সবসময় কাজ করছে মার্কেটে কিন্তু খুব অল্প লোকই এই সিম্পল বিষয়টার প্রতি খেয়াল রাখে।
–টম উইলিয়ামস
শেয়ারবাজারনিউজ/ম.সা