আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৮ ডিসেম্বর ২০১৭, সোমবার |

kidarkar

সহযোগী প্রতিষ্ঠানের জমি ও ফ্লোর বেচবে সিটি ব্যাংক

city_bankশেয়ারবাজার ডেস্ক: সহযোগী প্রতিষ্ঠানের সিটি ব্রোকারজের জমি ও ফ্লোর স্পেস বিক্রির সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সিটি ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ব্যাংকের ০.০২৭৫ একর জমি ও এর সংযুক্ত ফ্লোররের সপ্তম ফ্লোর ও দশম ফ্লোরের মোট ২০ হাজার ৬৩২ বর্গফুট বিক্রি করবে। প্রতিটি ফ্লোরের পরিমাপ ৫ হাজার ১৫৮ বর্গফুট। এছাড়া কার পার্কিংয়ের জন্য বেসমেন্ট ফ্লোর ও কমন স্পেসের পরিমাপ ৯৭০ বর্গফুট। সবমিলে এক সাথে ২১ হাজার ৬০২ বর্গফুট জায়গা বেচবে।

বর্তমান বিল্ডিংটি অবস্থিত মতিঝিলের দিলকুশা, বাণিজ্যিক এলাকা, আল-আমিন সেন্টারে। সহযোগী প্রতিষ্ঠান সিটি ব্রোকারেজ লিমিটেডের বর্তমান বাজার মূল্য ২৬ কোটি ৩২ লাখ ৩৫ হাজার টাকা। আর সিটি ব্যাংক লেনদেনের মাধ্যমে লাভ করবে ১৮ কোটি ২৬ লাখ ১০ হাজার ২৮ টাকা।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.