আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৭ মে ২০১৫, রবিবার |

kidarkar

ওয়ানডে থেকে হ্যাডিনের বিদায়

of Australia poses during a portrait session ahead of the 2011 ICC World Cup at the ITC Gardenia on February 12, 2011 in Bangalore, India.শেয়ারবাজার ডেস্ক : একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেয়ার ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের উইকেটরক্ষক ও ব্যাটসম্যান ব্র্যাড হ্যাডিন।
রোববার ক্রিকেট অস্ট্রেলিয়ার বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এতে বলা হয়, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে দেশ ছাড়ার আগে হ্যাডিন এই ঘোষণা দেন।

৩৭ বছর বয়সী হ্যাডিন ক্যারিয়ারে ১২৬টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০০১ সালের জানুয়ারিতে হোবার্টে জিম্বাবুয়ের বিপক্ষে তার ওয়ানডে অভিষেক হয়েছিল। চলতি বছরের মার্চে মেলবোর্নে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে জয়ের মাধ্যমে তার ক্যারিয়ার শেষ হলো।

একদিনের আন্তর্জাতিক ম্যাচের পুরো ক্যারিয়ারে হ্যাডিন ১৭০টি ক্যাচ ধরেছেন ও ১১টি স্টাম্পিং করেছেন। এছাড়া ব্যাট হাতে ৩১ দশমিক ৫৩ গড়ে সংগ্রহ করেছেন ৩ হাজার ১২২ রান; এর মধ্যে সর্বোচ্চ ছিল ১১০ রানের ইনিংস।

অ্যাডাম গিলক্রিস্ট ও ইয়ান হিলির পরে তৃতীয় অসি উইকেটরক্ষক হিসেবে তিনি সতীর্থ বোলারদের সবচেয়ে বেশিবার উইকেট পেতে সহায়তা করেছেন।
শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.