আজ: শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ইং, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৭ জানুয়ারী ২০১৫, মঙ্গলবার |

kidarkar

জয় দিয়ে শেষ করতে চায় দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ

saশেয়ারবাজার ডেস্ক : পাঁচ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বর্তমানে ৩-১ ব্যবধানে এগিয়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ফলে সিরিজ পকেটে ভরেছে প্রোটিয়াসরা। তারপরও সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটির গুরুত্ব অনেক বেশি দু’দলের কাছে। তাই আগামীকাল সেঞ্চুরিয়ানে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় পঞ্চম ম্যাচে জয়ের স্বাদ নিয়েই সিরিজ শেষ করার লক্ষ্য নিয়ে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ পকেটে ভরে ছিলো দক্ষিণ আফ্রিকা। চতুর্থ ম্যাচেও জয়ের কাছাকাছি চলে গিয়েছিলো প্রোটিয়াসরা। কিন্তু আন্দ্রে রাসেলের চৌকস ব্যাটিং-এ সিরিজে প্রথম জয়ের স্বাদ পায় ওয়েস্ট ইন্ডিজ। আট নম্বরে ব্যাটিং-এ নেমে ৪০ বলে ম্যাচ জেতানো ৬৪ রানের অনবদ্য ইনিংস খেলেন রাসেল। তার ৬৬ মিনিটের ইনিংসে ৫টি করে চার ও ছক্কার মার ছিলো।

পোর্ট এলিজাবেথে এমন জয়ের পর মনোবল ফিরে পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাই শেষ ম্যাচেও জিততে মরিয়া ক্যারিবীয়রা। বিশ্বকাপের আগের সিরিজটি জয় দিয়েই শেষ করতে চাইছে দল বলে জানালেন সফরকারী অধিনায়ক জেসন হোল্ডার, টুয়েন্টি টুয়েন্টি সিরিজে ভালো খেললেও, ওয়ানডেতে ভালো করতে পারিনি আমরা। তাতে কিছুটা হলেও মনোবল কমেছে আমাদের। তবে চতুর্থ ম্যাচের জয় আমাদের মনোবল অনেকখানি বাড়িয়ে দিয়েছে। তাই শেষ ম্যাচেও জয় পেতে উদগ্রীব আমরা। জয় দিয়েই সিরিজ শেষ করতে চাই।

জয় দিয়ে সিরিজ করতে চায় দক্ষিণ আফ্রিকাও। তা করতে দলের সবাই প্রস্তুত বলে জানালেন প্রোটিয়াস দলপতি এবি ডি ভিলিয়ার্স, জয় দিয়ে সিরিজ শেষ করতে পারলে দারুন হবে। দলের সবাই চাইছে বিশ্বকাপের আগে আন্তর্জাতিক শেষ ম্যাচে জয় পেতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচটিতে জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নামবো আমরা।

দক্ষিণ আফ্রিকা দল: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), হাশিম আমলা (সহ অধিনায়ক), কাইল এ্যাবট, ফারহান বেহারদিয়েন, জেপি ডুমিনি, ফাফ ডু প্লেসিস, ইমরান তাহির, ডেভিড মিলার, মরনে মরকেল, ওয়েন পারনেল, এ্যারন ফাঙ্গিসো, ভারনন ফিলান্ডার, রিলি রোসৌ, ডেল স্টেইন ও মরনে ভ্যান উইক (উইকেটরক্ষক)।

ওয়েস্ট ইন্ডিজ দল : জেসন হোল্ডার (অধিনায়ক), সুলাইমান বেন, কার্লোস ব্র্যাথহোয়াইট, জনাথন কার্টার, শেলডন কট্রেল, নার্সিং ডিওনারিন, ক্রিস গেইল, লিওন জনসন, দিনেশ রামদিন (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, ড্যারেন সামি, মারলন স্যামুয়েলস, লেন্ডল সিমন্স, ডোয়াইন স্মিথ ও জেরোমে টেইলর।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.