আজ: শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ইং, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৯ অক্টোবর ২০১৫, সোমবার |

kidarkar

দ্বিতীয়স্থানে ধোনি

1419928003doni77-300x200শেয়ারবাজার ডেস্ক: অধিনায়ক হিসেবে ব্যাট হাতে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার ক্ষেত্রে দ্বিতীয়স্থানে উঠে এলেন ভারতের দলপতি মহেন্দ্র সিং ধোনি।

রাজকোটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৭ রান করে আউট হন তিনি। ফলে অধিনায়ক হিসেবে তার রান সংখ্যা গিয়ে দাড়ায় ১৮৪ ম্যাচের ১৫৯ ইনিংসে ৬৩১৩।

ধোনি দ্বিতীয়স্থানে উঠে আসায় তৃতীয়স্থানে নেমে যেতে হয়েছে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিংকে। ২১৮ ম্যাচের ২০৮ ইনিংসে ৬২৯৫ রান করেছেন ফ্লেমিং।

এই তালিকায় সবার উপরে আছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। ২৩০ ম্যাচের ২২০ ইনিংসে ৮৪৯৭ রান করেছেন পন্টিং।
অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান করা শীর্ষ পাঁচ খেলোয়াড় :

খেলোয়াড় ম্যাচ ইনিংস রান গড়
রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) ২৩০ ২২০ ৮৪৯৭ ৪২.৯১
মহেন্দ্র সিং ধোনি (ভারত) ১৮৪ ১৫৯ ৬৩১৩ ৫৬.৮৭
স্টিফেন ফ্লেমিং (নিউজিল্যান্ড) ২১৮ ২০৮ ৬২৯৫ ৩২.৭৮
অর্জুনা রানাতুঙ্গা (শ্রীলংকা) ১৯৩ ১৮৩ ৫৬০৮ ৩৭.৬৩
গ্রায়েম স্মিথ (দক্ষিণ আফ্রিকা) ১৫০ ১৪৮ ৫৪১৬ ৩৮.৯৬

 

শেয়ারবাজারনিউজ/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.