আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১১ মার্চ ২০১৬, শুক্রবার |

kidarkar

প্রশ্ন উঠছে আম্পায়ারদের নিয়েই

chandika-hathurusinghe-bangladesh-coach-world-cup-cricketশেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশি দুই বোলার তাসকিন আহমেদ এবং আরাফাত সানির বোলিং আকশন নিয়ে সন্দেহ প্রকাশ করায় প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। সম্প্রতি বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহেও এ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। কয়েকদিন হল এশিয়া কাপ শেষ হয়েছে। সেই টুর্নামেন্টে ভালো ফর্মে থাকা তাসকিনকে নিয়ে কোনো প্রশ্ন না উঠলেও হঠাৎ করেই বিশ্বকাপ শুরু হওয়ার আগে কেন এ সন্দেহ আম্পায়রদের তিই এখন ভাবিয়ে তুলছে বিশ্বের ক্রিকেটপ্রেমিদের।

সন্দেহ ওঠার পর মাত্র এক সপ্তাহ সময় পাচ্ছেন তাসকিন আহমেদ ও আরাফাত সানি। এই সাত দিনের মধ্যেই বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে গত পরশু হল্যান্ড ম্যাচের আম্পায়ারদের তোলা সন্দেহ দূর করতে হবে তাদের। তবে রিপোর্ট হাতে পাওয়া পর্যন্ত বোলিং চালিয়ে যেতে পারবেন দুজনই। বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দলের দুই বোলারের অ্যাকশন নিয়ে সন্দেহের কথা জানিয়েছে আইসিসি।

প্রায় দুই বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলে ফেলার পর হঠাৎ তাসকিন-সানির বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ায় রীতিমতো ক্ষুব্ধ চন্ডিকা হাথুরুসিংহে। ধর্মশালায় এক সংবাদ সম্মেলনে সেই ক্ষোভেরই যেন প্রকাশ ঘটল। বাংলাদেশের কোচ বললেন, ‘আমার বোলারদের নিয়ে যদি তাদের (আইসিসি) উদ্বেগ থেকে থাকে, তাহলে তাদের কাজ-কারবার নিয়েও আমার প্রশ্ন আছে। আমিও তাদের কাজটা সঠিক মনে করছি না। গত ১২ মাস ধরে তারা (তাসকিন-সানি) এভাবেই বল করে আসছে। এই আম্পায়াররা যেহেতু তাদের (তাসকিন-সানি) ম্যাচে আগেও দায়িত্ব পালন করেছেন, কে জানে…কাল নিশ্চয়ই ওরা অন্য কোনোভাবে বল করেছে।’

তবে এ বিতর্ক দেশের এ বোলাদের পারফর্মেন্সে কোনো প্রভাব ফেলবে না বলেই বিশ্বাষ টাইগার কোচের। ‘ বোলার হিসেবে দুজনই যথেষ্ট দৃঢ় মানসিকতার এবং জানে তারা ঠিক কাজটাই করছে। আমিও মনে করি বিষয়টা নিয়ে আমাদের দুশ্চিন্তার কিছু নেই’ বললেন হাখুরুসিংহে।

ভারতীয় আম্পায়ার সুন্দরম রবি ও অস্ট্রেলিয়ার রড টাকার কাল ম্যাচের পর পরই তাসকিন, সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের কথা জানান বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে। আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, চেন্নাইয়ে আইসিসি অনুমোদিত পরীক্ষা কেন্দ্রে তাসকিন-সানির বোলিং অ্যাকশনের পরীক্ষা হবে সাত দিনের মধ্যে। স্বাধীন এই পরীক্ষার দিনক্ষণ ঠিক করার ব্যাপারে আইসিসি থেকে যোগাযোগ রাখা হচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের সঙ্গে।

 

শেয়ারবাজারনিউজ/ওহ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.