আজ: শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ইং, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৯ এপ্রিল ২০১৬, শনিবার |

kidarkar

আইপিএলে আলোচনায় যারা

iশেয়ারবাজার ডেস্ক: উদ্বোধনী অনুষ্ঠান শেষ। এবার পর্দা নামবে মূল পর্বের। কয়েক ঘণ্টা পরই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে নতুন দল রাইজিং পুনে সুপার জায়ান্টস। সাম্প্রতিক পারফর্মেন্সের ভিত্তিতে নবম এ আসরে আলোচনায় থাকবেন অনেকেই। এর মধ্যে উল্লেখ করার মত কিছু তারকাকে নিয়েই কথা।

মুস্তাফিজুর রহমান: বিশ্বক্রিকেটের অন্যতম উদ্ভাবন বাংলাদেশের কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজ। ১ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে হায়দরাবাদ। তার নিখুত কাটার, স্লোয়ার আর ইর্য়কার বুঝে উঠতে পারেননি বাঘা বাঘা ব্যাটসম্যানর। মুস্তাফিজের সঠিক ব্যবহার করতে পারলে তারকা সমৃদ্ধ সানরাইর্জার্স হায়দরাবাদ এবার অনেকদূর যাবে একথা নির্দিধায় বলা যায়।

সাকিব আল হাসান : পিযুষ চাওলা, ব্র্যাড হজ, সুনীল নারাইনরা থাকলেও ইডেনের ঘূর্ণি পিচে গম্ভীরের অন্যতম ভরসার জায়গা সাকিব আল হাসান। যে দুবার শিরোপা জিতেছে কলকাতা তাতে ব্যাট ও বল উভয়ক্ষেত্রে সাকিবের অবদান অনেক বেশি। শিরোপা পুনরুদ্ধার করতে এবারো সাকিরের অলরাউন্ড পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকবে কলকাতা।

কার্লোস ব্রেথওয়েট: টি২০ বিশ্বকাপে বেন স্টোকসের শেষ চার বলে চার ছয় ছক্কা মারার ঘটনা ক্রিকেটপ্রেমীদের অনেকদিনই মনে থাকবে। সেই কালোর্স বার্থওয়েট এবার দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে আইপিএল নাচোবেন এমনটা প্রত্যাশা অনেকেরই। ৪ কোটি ২০ লাখ টাকায় কেনা এই ক্রিকেটার এবারের আসরে দিল্লির তুরুপের তাস। দলটিতে আরো রয়েছেন জহির খান, ক্রিস মরিস, ঋশব প্যান্ট, জেপি ডুমিনির মতো দারকারা।

ডেভিড মিলার : ব্যাট হাতে ধ্বংসের অপর নাম বলেই তাকে ডাকা হয় কিলার মিলার বলে। এবারের আসরে পাঞ্জাবের নেতৃত্ব দেবেন তিনি। দলটিতে আরো রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল জনসন, শন মার্শের মতো তারকারা। আর তাই শিরোপার আশা করতেই পারে কিংসরা।
মহেন্দ্র সিং ধোনি: অধিনায়ক হিসেবে তার জুড়ি মেলা ভার। আইপিএলের ৯ আসরের মধ্যে ৬ বারই চেন্নাই সুপার কিংসকে নিয়ে ফাইনালে নিয়ে যান ধোনি। তার নেত্বতেই দুবার শিরোপাও জিতে হলুদ জার্সিধাররীরা। তবে এবারের আসরে নেই চেন্নাই। পুনের নেত্বত দেবেন ধোনি। দলকে শিরোপা জেতাতে পারবেন ধোনি?
সুরেশ রায়না: চেন্নাই সুপার কিংস নিষিদ্ধ হওয়ায় দলছুট হয়ে পড়েছেন আইপিএলে সর্বাধিক রানের মালিক সুরেশ রায়না। এবার তিনি গুজরাট লায়ন্সে। মূলত তার ব্যাটিংয়ের কারণেই ৬ বার ফাইনালে পৌছায় চেন্নাই। নতুন দলে এসে পুরনো ব্যাটিংটা ধরে রাখতে পারলে প্রথমবারই অনেকদূর যাবার কথা গুজরাটের। দলটিতে আরো আছেন রবীন্দ্র জাদেজা, ডেল স্টেইন, অ্যারন ফিঞ্চ, ব্যান্ডন ম্যাককালামের মতো ক্রিকেটাররা।
ডেভিড মিলার : ব্যাট হাতে ধ্বংসের অপর নাম বলেই তাকে ডাকা হয় কিলার মিলার বলে। এবারের আসরে পাঞ্জাবের নেতৃত্ব দেবেন তিনি। দলটিতে আরো রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল জনসন, শন মার্শের মতো তারকারা। আর তাই শিরোপার আশা করতেই পারে কিংসরা।
বিরাট কোহলি: ক্রিকেটের তিন ধরনের ফরম্যাটে তার চেয়ে সফল নয় আর কেউই। এবারের আসরে অধিনায়কের আর্মব্যান্ডটা থাকছে তারই হাতে। সদ্য সমাপ্ত টি২০ বিশ্বকাপে যেভাবে একই ভারতকে সেমিফাইনালে উঠিয়েছিলেন সেই ফর্ম ধরে রাখতে পারলে এই আসরেই শিরোপা খরা ঘুচতে পারে ব্যাঙ্গালুরুর। দলে আরো আছেন ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, শেন ওয়াটসনের মতো তারকা ব্যাটনসম্যানরা। যাদের একজনই প্রতিপক্ষকে নাস্তানাবুদ করতে যথেষ্ট।
রোহিত শর্মা: সীমিত ওভারের ক্রিকেটে ভারতের অন্যতম ভরসার নাম রোহিত শর্মা। এবারের বিশ্বকাপে ছিলেন সুপার ফ্লপ আর তাই শিরোপাও জেতা হয়নি স্বাগতিকদের। বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের অন্যতম কাণ্ডারি তিনি। ব্যাট হাতে জ্বলে উঠলে শিরোপা ধরে থাকতে পারে মুম্বাই। দলটিতে আরো আছে লাসিথ মালিঙ্গা, কাইরন পোলার্ড, জস বাটলার, কোরে অ্যান্ডারসনের মতো বিধ্বংসী ক্রিকেটাররা।

শেয়ারবাজারনিউজ/রু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.