আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৮ অক্টোবর ২০১৬, শনিবার |

kidarkar

কার জায়গায় খেলবে নাসির: পাপন

papon_ Nasirশেয়ারবাজার ডেস্ক: ৩১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫৩ বল বাকি থাকতে চার উইকেটে ২৭১ রান। এরপর বাকি ৩৯ রান করতে গিয়ে উল্টো ২১ রানের হার। শেষ ছয় উইকেট হারায় মাত্র ১৭ রানে। হ্যাঁ, অনেকটা অবিশ্বাস্যভাবেই হেরেছে বাংলাদেশ। আর এমন হারের পর ফেসবুকসহ সকল সামাজিক মাধ্যম, এমনকি পাড়া-মহল্লায় একটাই আলোচনা নাসির কেন দলে নেই। মিস্টার ফিনিশারকে ছাড়া ফিনিশ হয় নাকি?

সাধারণ জনগণের এ প্রশ্নটি ছুড়ে দেওয়া হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনকেও। উত্তরে পাপন উল্টো প্রশ্ন ছুড়ে দেন, ‘কার জায়গায় খেলবে নাসির?’

তিনি বলেন, ‘নাসিরকে আনতে হলে সরাতে হবে মোশাররফ হোসেন রুবেলকে। একজন বাঁ-হাতি স্পিনার দিয়ে ইংল্যান্ড দলের সাথে খেলা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। ওদের এই শক্তিশালি ব্যাটিং লাইনআপ যেখানে নাকি চারজন ডানহাতি হিটার ব্যাটসম্যান আছে। মোশাররফ রুবেল কিন্ত এখানে শুধু বোলার হিসেবে আছেন। ওর কাছ থেকে কিন্তু আমরা অন্য কিছু আশা করিনি। কাল ও কিন্তু ডানহাতি বোলারের বিপক্ষে একটাও বল করেনি। যেটা দলের জন্য ভালো হয় সেটাই করবে’- যোগ করে পাপন আরও বলেন।

গত কয়েক বছর ধরেই নাসির ব্যাটিংয়ের পাশাপাশি অফস্পিনেও মুন্সিয়ানা দেখিয়েছেন। তাই ব্যাটসম্যানের পাশাপাশি একজন বোলার বিকল্প হিসেবে থাকতো। তবে বিকল্প বোলার নিয়ে ভাবছেন না বিসিবি সভাপতি। প্রতিপক্ষ দলের দুর্বলতা নিয়েই ভাবছেন তিনি। সে অনুযায়ী দল গড়া হবে বলে জানান পাপন।

‘কাল কিন্তু অনেক কিছু হয়েছে। আমাদের অন্যতম সেরা পেসার তাসকিন। কাল সে কয় ওভার বল করেছে! রিয়াদ কয় ওভার বল করেছে? অপশন থাকলে আমরা কি ব্যবহার করছি? কার বিরুদ্ধে কি করতে হবে আমরা তা নিয়ে কাজ করছি। যেটা ভালো মনে হয়, সেটাই করবো। আশা করি বাংলাদেশ দল এখন যে জায়গায় এসেছে, বারবার একই ভুল করবে না।’

ইঙ্গিতটা শুধু বিসিবি সভাপতিই দেননি। প্রায় একই রকম কথা বলেছেন বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনও, ‘পরিবর্তন করলে আমরা জিতবো, পরিবর্তন না করলে জিতবো না- এমনটা নয়। টেকনিক্যাল দিকগুলো আমাদের কোচ দেখবে। কোথায় কি দরকার তা অধিনায়কের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবে। তবে এটা নির্বাচক, কোচ ও অধিনায়কের ব্যাপার। আর এটা এখনও আলোচনা করা হয়নি। তবে অবশ্যই নাসির আমাদের পরিকল্পনায় আছে, যেহেতু ও ১৪ জনের দলে আছে।’

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.