আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১২ জুন ২০১৭, সোমবার |

kidarkar

বাংলাদেশকে নিয়ে যা ভাবছেন কিংবদন্তি ক্রিকেটাররা: সেমি নিয়ে ভীত ভারত

champions-trophy-2017শেয়ারবাজার ডেস্ক: যেভাবে বাংলাদেশ সেমিফাইনালে উঠে এসেছে এতে প্রশংসায় ভাসছে পুরো ক্রিকেট টিম। এদিকে সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে খেলবে শক্তিশালী ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে সাময়িক পা হড়কানো বাদ দিলে এখন পর্যন্ত ভারত কিন্তু চলতি টুর্নামেন্টে নিখুঁত ক্রিকেট উপহার দিয়েছে। ব্যাটিং হোক বা বোলিং— ভারতীয়রা প্রতি মুহূর্তেই নিজেদের প্রমাণ করে দিচ্ছেন। উঠতি তারকা হিসেবে হার্দিক পাণ্ডিয়া, জসপ্রীত বুমরাহরাও নিজেদের প্রতিষ্ঠিত করার মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিকে। কোনো সন্দেহ নেই, বিরাট কোনো অঘটন না ঘটলে ১৫ তারিখে বাংলাদেশকে হারাতে কোনো সমস্যা হওয়ার কথা নয় বিরাট বাহিনীর।”

এদিকে ভারতের ধারাভাষ্যকার হার্সা ভোগলে টুইট করেছেন, “অবশেষে ভারত সেমিফাইনালে। বাংলাদেশ অপেক্ষা করছে পুরোপুরি একতরফা, আমি ভীত”

এদিকে শেন ওয়ার্ন থেকে শুরু করে ব্রেন্ডন ম্যাককালাম, সাকলাইন মুশতাক থেকে কুমার সাঙ্গাকারা- সবাই মেতেছেন বাংলাদেশ-বন্দনায়।

ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্যকার হিসেবেই এখন পরিচিত। কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন টুইটারে বাংলাদেশকে অভিনন্দন জানানোর সঙ্গে অস্ট্রেলিয়াকেও জানিয়েছেন শুভকামনা, ‘অভিনন্দন পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশকে গত কয়েকদিনে চ্যাম্পিয়নস ট্রফিতে তাদের জয়ের জন্য। কী অসাধারণ টুর্নামেন্ট! আগামীকাল (আজ) জেগে ওঠো অস্ট্রেলিয়া। ’

বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাকও, লিখেছেন, ‘দুর্দান্ত জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন।’ গত বছরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো কুমার সাঙ্গাকারা বাংলাদেশকে তো বটেই প্রশংসায় ভাসিয়েছেন সাকিব ও মাহমুদউল্লাহকেও।

টুইটটা এমন, ‘অসাধারণ প্রচেষ্টা বাংলাদেশের। দারুণ ব্যাটিং করেছে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ। দুর্দান্ত লড়াই ও কর্মশক্তির পরিচয় দিয়েছে তারা।’

নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের অবিশ্বাস্য জয়ের পর লঙ্কান আরেক কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে টাইগারদের স্যালুট জানিয়েছেন।

টুইটারের তিনি লিখেছেন, ওয়েল প্লে, ‘ম্যাচুরিটি’ দেখানোর জন্য অভিনন্দন। তবে তিনি নির্দিষ্ট করে কাউকে অভিনন্দন জানাননি। জয়ের জন্য পুরো দলকেই কৃতিত্ব দিয়েছেন সাবেক এই লঙ্কান অধিনায়ক।

যাদের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ, সেই কিউইদের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের বাহবাও পেয়েছে মাশরাফিরা। খুব কাছ থেকে খেলাটা দেখেছেন বলেই তার মুখ থেকে প্রশংসা ঝরেছে একটু বেশিই, ‘সাবাস বাংলাদেশ। কঠিন চাপে পড়েও সাহসিকতার সঙ্গে ঘুরে দাঁড়িয়েছে। দূর্ভাগ্য আমার ব্ল্যাকক্যাপস ভাইদের। এমনটা যেন আর না হয়।’

ক্রিকেট থেকে আলোচনার বাইরে চলে যাওয়া মোহাম্মদ কাইফও আছেন একই কাতারে, লিখেছেন, ‘দুর্দান্ত বাংলাদেশ। সাকিব-মাহমুদউল্লাহ ভালো করেছে। বলতেই পারি তিন দিনে তিন আপসেট। সত্যিকার অর্থে চ্যাম্পিয়নস ট্রফি জেগে ওঠেছে এখন।’

দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটরক্ষক মার্ক বাউচারের টুইটটা একটু অন্যরকম। তিনি বাংলাদেশের জয়ের মাধ্যমে ক্রিকেট বিশ্বের নতুন মোড় নেওয়ার কথা তুলে ধরেছেন, ‘গতানুগতিক ধারা থেকে ক্রিকেট বিশ্ব বেরিয়ে এসেছে এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে। নিউজিল্যান্ড তাদের উচ্চতা ধরে রাখতে পারেনি, ইংল্যান্ড ইতোমধ্যে কোয়ালিফাই করেছে (সেমিফাইনালে), বাংলাদেশ আবার চাপের মধ্যে থেকেই জিতছে ম্যাচ। এবার তোমার পালা দক্ষিণ আফ্রিকা!’

বাংলাদেশের প্রশংসা করে ভারতের ধারাভাষ্যকারের তালিকা থেকে বাদ পড়েছেন হার্শা বোগলে। তাতে বয়েই গেছে তার! আবারও এই ধারাভাষ্যকারের প্রশংসা পেল টাইগাররা, ‘স্বীকার করছি এখন, ভেবেছিলাম বাংলাদেশ হয়তো নিজেদের গুটিয়ে নিয়েছে। তবে তাদের এই অ্যাপ্রোচ আরও বেশি প্রমাণ করল তারা দল হিসেবে বেড়ে উঠেছে।’

শেয়ারবাজারনিউজ/ম.সা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.