আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৩ জুলাই ২০১৭, বৃহস্পতিবার |

kidarkar

চলে গেলেন ফিফার দুর্নীতি উদঘাটনকারী চাক ব্লেজা

Chuck-Blazerশেয়ারবাজার ডেস্ক: চলে গেলেন ফিফার সেই দুর্নীতি উদঘাটনকারী চাক ব্লেজার। ৭২ বছর বয়সে ক্যান্সারের কাছে হেরে গেলেন উত্তর আমেরিকান ফুটবল সংস্থা কনকাকাফের সাবেক সেক্রেটারি এবং ফিফার সাবেক নির্বাহী কমিটির এই সদস্য। বুধবার চাক ব্লেজারের আইনজীবী এরিক র্কনগোল্ড এবং ম্যারি মুলিগান তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। মলদ্বারে ক্যান্সার ছাড়াও তিনি ডায়াবেটিস এবং পাইলসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

২০১৩ সালে ফিফা দুর্নীতি নিয়ে তুমুল হইচই শুরু হলে তখন তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং তিনি নিজে অভিযোগ স্বীকার করেন। ২০১৫ সালে এসে চাক ব্লেজারকে ফিফা এবং ফুটবল সম্পর্কিত যাবতীয় কর্মকাণ্ড থেকে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়। তার বিরুদ্ধে তখন বলা হয়, ‘নানানভাবে তিনি অসদুপায় অবলম্বন করেছিলেন।’

ব্লেজার স্বীকার করেছিলেন ১৯৯৮ ফ্রান্স এবং ২০১০ দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপের আয়োজক হিসেবে নির্ধারণ করার ক্ষেত্রে ঘুষ গ্রহণ করেছিলেন তিনি।

১৯৪৫ সালের ২৬ এপ্রিল নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন চাক ব্লেজার। ফুটবলে তার ক্যারিয়ার শুরু একজন স্বেচ্ছাসেবি (ভলান্টিয়ার) হিসেবে। এরপর নিজেকে ফুটবলের একজন সংগঠক হিসেবে গড়ে তুলতে থাকেন এবং এক সময় ক্ষমতার সর্বোচ্চ শিখরেও আরোহন করতে সক্ষম হন।

ফিফা দুর্নীতি ফাঁস হতে শুরু করলে চাক ব্লেজারের বিপক্ষেও অভিযোগ গঠন করা হয় এবং তিনি অপরাধ স্বীকার করে নেন। ফিফা থেকে নিষিদ্ধ হলেও তিনি ছিলেন এফবিআইয়ের সবচেয়ে বড় তথ্যদাতা।

মৃত্যুর ঘোষণা দিয়ে চাক ব্লেজারের আইনজীবী এরিক র্কনগোল্ড এবং ম্যারি মুলিগান বলেন, ‘ব্লেজার আশা করেছিলেন, কনকাকাফ এবং ফিফায় সততা, স্বচ্ছতা আসবে। একই সঙ্গে পুরো ফুটবল বিশ্বে দুর্নীতির লেশমাত্র থাকবে না।’

একই সঙ্গে তিনি নিজে যে দোষি ছিলেন, সে কথাও জানাতে ভুল করলেন না আইনজীবী। বিবৃতিতে তারা বলেন, ‘চাক একই সঙ্গে নিজের বিপক্ষে আনা সব দোষ এবং এর দায়-দায়িত্ব স্বীকার করেছেন। ভুলগুলো একান্ত নিজের বলেও স্বীকার করেছিলেন তিনি। নিজের কাজের জন্য তিনি ছিলেন গভীরভাবে দুঃখিত।’

শেয়ারবাজারনিউজ/এম.আর

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.