আজ: বুধবার, ০৮ মে ২০২৪ইং, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৯ এপ্রিল ২০১৫, বুধবার |

kidarkar

মারিসা মেয়ার ইয়াহু বিক্রি করবে!

yahoo_purple_logo-100026202-largeশেয়ারবাজার ডেস্ক: ইয়াহু একটি বৃহৎ ইন্টারনেট ভিত্তিক বাণিজ্য প্রতিষ্ঠান। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সানিভেল শহরে এর প্রধান কার্যালয় অবস্থিত।  ডেভিড ফিলো ও জেরি ইয়াং ইয়াহু এর প্রতিষ্ঠাতা।

সম্ভবত ইয়াহুকে বিক্রি করে দিতে চাইছেন কোম্পানিটির প্রধান নির্বাহী মারিসা মেয়ার। বিজনেস ইনসাইডারের সঙ্গে আলাপে এ রকমই ইঙ্গিত দেন নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানটির এক নির্বাহী। সূত্র বিজনেস ইনসাইডার।

ইয়াহু এমনিতেই নানা সমস্যায় জর্জরিত। মেয়ার সম্ভবত প্রতিষ্ঠানটি বিক্রি করে এ থেকে বিজয়ীর বেশেই বেরিয়ে যেতে চাইবেন। এর কারণ প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য। ২০১২ সালের জুলাইয়ে মেয়ার প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেয়ার সময়ে শেয়ার মূল্য যত ছিল, বিক্রির সময় তা তিন গুণ বেড়ে যেতে পারে। আর তখন মেয়ার কোম্পানির পরিচালনা পর্ষদের সামনে জোর দিয়েই বলতে পারবেন, বিনিয়োগকারীদের জন্য কয়েক বিলিয়ন ডলার মুনাফা আনতে সক্ষম হয়েছেন। তবে একে পাকা খবর বলতে নারাজ বিজনেস ইনসাইডার। ছাপানোর আগে খবরটি নিয়ে নিজেদের দ্বিধাদ্বন্দ্বের কথা জুড়ে দিতেও ভুল করেনি তারা।

কারণ প্রতিষ্ঠানটি নিয়ে দীর্ঘমেয়াদে পরিকল্পনা না থাকার ব্যাপারে এখন পর্যন্ত মেয়ার কোনো ইঙ্গিত দেননি। তাই বলে ইয়াহুর সমস্যায় জর্জরিত থাকার খবরটিও ভুল নয়। এর মূল ব্যবসা বিজ্ঞাপন খাতেও মন্দা যাচ্ছে দীর্ঘ সময় ধরে। মোবাইল ও ভিডিও বিজ্ঞাপন পণ্য দিয়ে এ ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করছে ইয়াহু। কিন্তু তাতেও অবস্থার খুব বেশি উন্নতি হচ্ছে না। মার্চ ২০১৪ থেকে মার্চ ২০১৫ পর্যন্ত ইয়াহুর হোমপেজ ট্রাফিকিং কমে এসেছে প্রায় ৩১ শতাংশ। মেয়ার দায়িত্ব নেয়ার অনেক আগে থেকেই এ সমস্যার শুরু। এ কারণেই ইয়াহু বিক্রি করে দিতে চাইলেও মেয়ারকে দোষ দেয়া যায় না। তবে এ বিষয়ে ইয়াহুর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, তথ্য অনুসারে ইয়াহুর নিয়মিত ব্যবহারকারী প্রায় ৭০০ মিলিয়ন। ইয়াহু দাবি করে “প্রতি মাসে প্রায় ৫ কোটি মানুষ ৩০টি ভাষায় ইয়াহু ব্যবহার করে ।ইয়াহু’র রয়েছে ওয়েবসাইট, সার্চইঞ্জিন, ইয়াহু ডিকশেনারী, ইয়াহু মেইল, ইয়াহু নিউজ, ইয়াহু গ্রুপ, ইয়াহু এন্সার, অ্যাডভার্টাইজমেন্ট, আনলাইন ম্যাপ, ইয়াহু ভিডিও, সোশ্যাল মিডিয়া সেবা ইত্যাদি। ইয়াহু যুক্তরাষ্ট্রের অন্যতম বড় ওয়েবসাইট।

শেয়ারবাজারনিউজ/রা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.