রিলায়েন্স ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড বিতরণ ২৪ মে

শেয়ারবাজার ডেস্ক: ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিতরণ শুরু করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রিয়ালেন্স ইন্স্যুরেন্স লিমিটেড। আগামী ২৪ মে থেকে শুরু হবে এ কোম্পানির ডিভিডেন্ড বিতরণ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড ওয়ারেন্ট ২৪ মে, বোরবার থেকে ২৮ মে, বৃহস্পতিবার পর্যন্ত চলবে। শেয়ারহোল্ডাররা কোম্পানির হেড অফিস ডিভিডেন্ড সংগ্রহ করতে পারবেন। উল্লেখিত তারিখে মধ্যে অফিস চলাকালীন সময়ে ডিভিডেন্ড ওয়ারেন্ট সংগ্রহ করার জন্য বিনিয়োগকারীদের অনুরোধ জানিয়েছে কোম্পানিটি।
আর যারা নির্ধারিত তারিখের মধ্যে ডিভিডেন্ডের টাকা সংগ্রহ করতে ব্যর্থ হবেন, তাদের টাকা তাদের নিজ দায়িত্বে পোষ্ট অফিস/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারী ওনার্স (বিও) হিবেসে বোনাস পাঠিয়েছে কোম্পানিটি। আজ বৃহস্পতিবার এ প্রতিষ্ঠানের লভ্যাংশের শেয়ার বিও হিসাবে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে জমা হয়েছে।
উল্লেখ্য, সমাপ্ত অর্থবছরে শেয়ার হোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ এবং ১৫ শতাংশ স্টকসহ মোট ৩০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে কোম্পানিটি। আলোচিত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪.৯৯ টাকা, শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ৬৫.৪৭ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরী নগদ প্র্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ৫.২৯ টাকা।
আর ঘোষিত ডিভিডেন্ড গত ৩০ এপ্রিল অনুষ্ঠিত এ কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদন করে সাধারণ বিনিয়োগকারীরা।
শেয়ারবাজারনিউজ/অ