গান গেয়ে মঞ্চ মাতালেন ক্রিকেটার রুবেল! (ভিডিও)

শেয়ারবাজার ডেস্ক: বিধ্বংসী বোলিং দিয়ে ব্যাটসম্যানদের মনে ভয় ধরিয়ে দেন বাংলাদেশী পেসার রুবেল হোসেন। তবে তিনি যে ভালো গানও গাইতে পারেন এটা হয়তো ভক্তদের এতদিন জানা ছিল। এবার তারই প্রমাণ রাখলেন আলোচিত এ ক্রিকেটার রুবেল। বিখ্যাত ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চুর গান গেয়ে নতুন ইতিহাস সৃষ্টি করলেন তিনি।
অবাক হলেও সত্যি ঘটনা এটা। বেসরকারী একটি টেলিভিশনে ‘সুপার সিক্সার মিউজিক্যাল আড্ডা’ নামের অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুর গাওয়া ‘এখন অনেক রাত’ গানটা গেয়ে শুনিয়েছেন রুবেল।
তিনি যে ভালো গান সেটা সেই অনুষ্ঠানের ভিডিও দেখলেই বোঝা যায়। গত বছর ঈদের সময়ে টেলিভিশনের অনুষ্ঠানে গান করেন তিনি।
এটা দেখা পর তার ভক্তরা খুবই উৎসাহিত। অনেকে আবার মন্তব্য করেছেন ক্রিকেট মাঠে রুবেল যেমন গানের মঞ্চেও তেমন। আর এজন্য তিনি আমাদের কাছে এত প্রিয়।
রুবেল ছাড়াও ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাসির হোসেন এবং শফিউল হোসেন।
শেয়ারবাজারনিউজ/অ