আজ: শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ইং, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৮ ডিসেম্বর ২০২২, বুধবার |

kidarkar

২০২২ সালে বাংলাদেশ দলের সর্বোচ্চ উইকেট শিকারি মিরাজ

স্পোর্টস ডেস্ক : ২০২২ সালে ব্যাট হাতে বাংলাদেশ দলের হয়ে সব আলো কেড়েছেন লিটন দাস। এক বছর ক্যালেন্ডারের ইতিহাসে সর্বোচ্চ ১৯২১ রান করেছেন তারকা এই ব্যাটার। বল হাতে ২০২২ সালে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি বোলারের নাম মেহেদী হাসান মিরাজ।

তিন ফরম্যাট মিলিয়ে ২০২২ সালে এই অলরাউন্ডার খেলেছেন ২৯ ম্যাচ। আর উইকেট শিকার করেছেন ৫৯টি। ওয়ানডে দলের হয়ে ১৫ ম্যাচ খেলে নিয়েছেন ২৪ উইকেট। রান দিয়েছেন ৬৭৭, বল করেছেন ৭৪৬টি। প্রতি ২৮ বল অন্তর নিয়েছেন ১টি করে উইকেট। টেস্টে মিরাজ উইকেট নিয়েছেন ৩১টি, ম্যাচ খেলেছন ৮টি। ২০৬১ টি বল করে রান দিয়েছেন ১০৩০। প্রতি ৩৩ বল অন্তর নিয়েছেন ১টি করে উইকেট।

টি-টোয়েন্টিতে দলের হয়ে মিরাজ খেলেছেন ৬ ম্যাচ। উইকেট নিয়েছেন ৪টি, রান দিয়েছেন ৯৬। প্রতি ২৪ বল অন্তর নিয়েছেন ১টি করে উইকেট। এছাড়া ২০২২ সালে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৩ উইকেট নিয়েছেন মোসাদ্দেক হোসেক সৈকত।

বছর জুড়ে এমন পারফরম্যান্সের ফল অবশ্য পেয়েছেন মিরাজ। ডিসেম্বরে সবশেষ প্রকাশিত আইসিসির ওয়ানডে অলরাউন্ডার তালিকার সেরা তিনে অবস্থান করছেন এই টাইগার ক্রিকেটার। এক নম্বরে যথারীতি রয়েছেন সাকিব আল হাসান।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.