আজ: সোমবার, ২০ মে ২০২৪ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১১ ফেব্রুয়ারী ২০২৪, রবিবার |

kidarkar

পাকিস্তানে বিক্ষোভে গুলি, আহত এনডিএম নেতা

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনের পর তিন দিনের মধ্যেও কোন দল সরকার গঠন করবে তার সুরাহা হয়নি।ভোট গণনা ও সরকার গঠন নিয়ে নানা আলোচনা চলছেই।

এরই মধ্যে পাকিস্তানে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম) দলের প্রধান মহসিন দাওয়ার মিরান শাহ গুলিতে আহত হয়েছেন। মহসিন ছাড়াও আরও বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর।

স্থানীয় সময় শনিবার (১০ ফেব্রুয়রি) উত্তর ওয়াজিরিস্তানে নির্বাচনে ফল ঘোষণায় দেরি হওয়ার প্রতিবাদে বিক্ষোভ করার সময় তার ওপর এ হামলা হয়।

মহসিন দাওয়ারের সহযোগী দলের নেত্রী বুশরা গহর হামলার বিষয়টি ডনকে নিশ্চিত করেছেন। এ হামলার জন্য পাকিস্তানের নির্বাচন কমিশনকে দায়ী করেছেন গহর।

এদিকে এ হামলার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়ী করেছেন এনডিএমের আরেক নেতা আফ্রাসিয়াব খটক।

তিনি অভিযোগ করে বলেছেন, বিক্ষোভ চলাকালে দাওয়ারের ওপর গুলি চালায় পুলিশ সদস্যরা।তবে তার এই অভিযোগ নিয়ে কোনো বিবৃতি দেয়নি পুলিশ।

পাকিস্তানের খাইবারপাত্তুনখাওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মহসিন দাওয়ার। পাকিস্তানের পার্লামেন্টের সাবেক সদস্য তিনি।

এবারের নির্বাচনে খাইবারপাত্তুনখাওয়া প্রদেশের বাজাউর এলাকার ক্ষুদ্র জাতিগোষ্ঠী–অধ্যুষিত এনএ-৪০ আসনের প্রার্থী হয়েছেন দাওয়ার। নির্বাচনে ফল ঘোষণার দেরি হওয়ার প্রতিবাদে ও কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভ করছিলেন তিনি।

প্রসঙ্গত, পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি) জাতীয় নির্বাচনের ২৬৫টি আসনের মধ্যে ২৫৫টির ফল ঘোষণা করেছে। ইসিপি ঘোষিত ফলাফল অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীরা জিতেছে ১০০টি আসনে যাদের বেশিরভাগই (৯৪) পিটিআই সমর্থিত। এছাড়া নওয়াজ শরীফের পিএমএল-এন ৭৭টি ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৫৪টি আসনে জয় পেয়েছে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.