১ ঘন্টায় লেনদেন ১০৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস আজ সোমবার (১৮ মার্চ) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে চলছে লেনদেন। আজ লেনদেন শুরু হওয়ার প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।
এদিন বেলা ১০ টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইতে ১০৫ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক বেড়েছে ২০.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৯৮৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩.১৭ পয়েন্টে বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩০৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫.৭৬ বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৫৭ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৯টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির।