আজ: শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ইং, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৯ মার্চ ২০২৪, মঙ্গলবার |

kidarkar

কৃষি ঋণ প্রদানে ইবিএল ও আইফার্মার চুক্তি

নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষস্থণীয় কৃষি প্রযুক্তি প্রতিষ্ঠান আইফার্মার (iFarmer) তালিকাভূক্ত কৃষকদের কৃষি ঋণ অফার করবে বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ।

সম্প্রতি রাজধানীতে ব্যাংকের প্রধান কার্যালয়ে এতদ্বসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং আইফার্মার সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোঃ ফাহাদ ইফাজ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইবিএল হেড অফ বিজনেস সৈয়দ জুলকার নায়েন, হেড অফ এসেট মোহাম্মদ সালেকীন ইব্রাহীম, হেড অফ এসএমই মোঃ সাবু মুনশী; আইফার্মার ভাইস প্রেসিডেন্ট- ফিল্ড অপারেশন্স ফরহাদ জুলফিকার এবং ব্যাংকিং ও ফাইনান্সিয়াল সেক্টর এডভাইজার ইরফান ইসলাম।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.