আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০১ জুন ২০১৬, বুধবার |

kidarkar

চ্যাম্পিয়ন্স ট্রফিতে কঠিন গ্রুপে বাংলাদেশ

Bangladesh-Cricket-221শেয়ারবাজার রিপোর্ট : চ্যাম্পিয়ন্স ট্রফিতে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটের এই টুর্নামেন্টে গত বিশ্বকাপের ফাইনালের দুই দল অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড এবং স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গে ‘এ’ গ্রুপে রয়েছে মাশরাফি বিন মুর্তজার দল।

ইংল্যান্ডের কন্ডিশনে স্বাগতিকদের বিপক্ষে খেলা সব সময়ই চ্যালেঞ্জ। দেশটির কন্ডিশনের সঙ্গে খুব ভালো পরিচয় আছে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের।

টুর্নামেন্ট শুরুর ঠিক এক বছর আগে বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ নির্ধারণ ও সূচি প্রকাশ করে আইসিসি। উদ্বোধনী ম্যাচে ১ জুন ওভালে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ৫ জুন একই ভেন্যুতে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং ৯ জুন কার্ডিফে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে তারা।

১৪ ও ১৫ জুন হবে আট দলের টুর্নামেন্টের দুই সেমি-ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচ হবে ১৮ জুন।

‘বি’ গ্রুপে উপমহাদেশের তিন দল ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গী দক্ষিণ আফ্রিকা।

ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে ছাড়া আর সব টেস্ট খেলুড়ে দেশ খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এ নিয়ে তৃতীয়বার ইংল্যান্ডে হচ্ছে এই টুর্নামেন্ট।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-২০১৭ সূচি:

তারিখ ম্যাচ মাঠ
১ জুন ইংল্যান্ড-বাংলাদেশ ওভাল
২ জুন অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড এজবাস্টন
৩ জুন শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ওভাল
৪ জুন ভারত-পাকিস্তান এজবাস্টন
৫ জুন অস্ট্রেলিয়া-বাংলাদেশ ওভাল
৬ জুন ইংল্যান্ড-নিউ জিল্যান্ড কার্ডিফ
৭ জুন পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা এজবাস্টন
৮ জুন ভারত-শ্রীলঙ্কা ওভাল
৯ জুন নিউ জিল্যান্ড-বাংলাদেশ কার্ডিফ
১০ জুন ইংল্যান্ড-অস্ট্রেলিয়া এজবাস্টন
১১ জুন ভারত-দক্ষিণ আফ্রিকা ওভাল
১২ জুন শ্রীলঙ্কা-পাকিস্তান কার্ডিফ
১৪ জুন প্রথম সেমি-ফাইনাল কার্ডিফ
১৫ জুন দ্বিতীয় সেমি-ফাইনাল এজবাস্টন
১৮ জুন ফাইনাল ওভাল

 

শেয়ারবাজারনিউজ/আ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.