আজ: শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ইং, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১০ জুলাই ২০১৬, রবিবার |

kidarkar

সিআর সেভেনের প্রথম নাকি গ্রীজম্যানের প্রথম

ronaldo and griezmannশেয়ারবাজার ডেস্ক: এবারের ইউরো কাপে পর্তুগালের শুরুটা ছিল ভিন্ন। টানা তিন ড্র নিয়ে কোনো মতো দ্বিতীয় রাউন্ডের টিকিট হাতে পায় গ্রুপের তৃতীয় স্থানের দল পর্তুগাল। আর আসরে পাঁচ ম্যাচে তারা জয় দেখে মাত্রই একবার। দ্বিতীয় রাউন্ডে ওই ম্যাচে বল পায়ে ক্রোয়েশিয়ার দাপুটে নৈপুণ্যের বিপরীতে পর্তুগাল জয়সূচক গোলটি পায় ম্যাচের ১১৭তম মিনিটে।

তবে সেমিফাইনালে দেখা যায় ভিন্ন এক পর্তুগালকে। দাপুটে নৈপুণ্যে ওয়েলসকে উড়িয়ে দিয়ে ফাইনালে পা রাখে রোনালদো অ্যান্ড কোম্পানি। আসরে ধারাবাহিক নৈপুণ্যই দেখায় স্বাগতিক ফ্রান্স। আর ফরাসিরা তাদের সামর্থ্য দেখায় সেমিফাইনালে। বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে পরিষ্কার ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কাটে ফরাসিরা। ইউরো কাপের ফাইনালে পর্তুগাল-ফ্রান্স শিরোপা দ্বৈরথে নামছে আজ।

প্যারিসের উপকণ্ঠে সেইন্ট ডেনিসে পর্দা নামবে ফুটবলে ইউরোপ সেরার এবারের আসরের। স্তাদে ডি ফ্রান্স মাঠে ফাইনাল খেলা শুরু রাত ১টায়। ফুটবলের বড় আসরে এমনিতে সবচেয়ে পরিচিত মুখ পর্তুগিজদের। ইউরো কাপে সর্বাধিক ৩৪ ম্যাচ খেলার কৃতিত্ব পর্তুগালের। তবে ইউরোপের কুলীন এ ফুটবল আসরে শিরোপা উৎসব করতে পারেনি একবারও। পর্তুগিজদের দিকে চোখ-রাঙানি  রয়েছে অন্য পরিসংখ্যানেও।

এবার গ্রুপ পর্বের তৃতীয় সেরা চার দলের কোটায় দ্বিতীয় রাউন্ডের সুযোগ মেলে পর্তুগালের। ফুটবলের বড় আসরে এমন দলের ফাইনালে খেলার এটি মাত্র তৃতীয় নজির। এমন আগের দুই ঘটনায় ১৯৯০ বিশ্বকাপে ফাইনালে পৌঁছে অধিনায়ক দিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা ও পরের বিশ্বকাপে একই কৃতিত্ব দেখায় রবার্তো বাজ্জিওর ইতালি। তবে ওই দুই ফাইনালে প্রতিপক্ষ জার্মানি ও ব্রাজিলকে শিরোপা উৎসব করতে দেখে আর্জেন্টাইন ও ইতালিয়ানরা। সেমিফাইনালে জার্মানিকে মোকাবিলার আগে বিশ্বচ্যাম্পিয়নদের সমীহ দেখান ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। ফ্রান্সের বিশ্বকাপজয়ী এ অধিনায়ক বলেন, জার্মান বিশ্বচ্যাম্পিয়ন দল এটা আমরা মনে রেখেছি। তবে ফ্রান্সের এই দলটি  সমর্থকদের কাছ থেকে অনেক আবেগ ও ভালোবাসা পাচ্ছে।

সেমিফাইনালে দাপুটে জয় শেষে চিত্রটা প্রকাশ পায় অলিম্পিক মার্সেই মাঠের গ্যালারিতেও। জয় শেষে খেলোয়াড়দের সঙ্গে তালি বাজিয়ে আইসল্যান্ডের মতো উদযাপন করতে দেখা যায় ফরাসি ফুটবল সমর্থকদের। আর ফুটবলের বড় মঞ্চে পর্তুগালের বিপক্ষে ফ্রান্সের মুখোমুখি পরিসংখ্যানটা একচেটিয়া নৈপুণ্যের। এখানে এ পর্যন্ত তিন সাক্ষাতে পর্তুগালের বিপক্ষে জয়ের স্মৃতি ফরাসিদের। আর এর তিনবারই পর্তুগিজদের হতাশা নিয়ে মাঠ ছাড়তে দেখা সেমিফাইনালের বড় ম্যাচ শেষে।  ১৯৮৪ ও ২০০০ ইউরো কাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে হারের স্মৃতি পর্তুগিজদের।

আর ২০০৬ বিশ্বকাপে পর্তুগালকে হারিয়ে ফাইনালে পা রাখে অধিনায়ক জিনেদিন জিদানের ফ্রান্স। ফুটবলের বড় আসরে এ নিয়ে পঞ্চমবার ফাইনালের কৃতিত্ব দেখালো ফরাসিরা। আগের চার ফাইনাল শেষে ফরাসিরা শিরোপা উদযাপন করেছে তিনবার। ১৯৮৪ ও ২০০০ ইউরো চ্যাম্পিয়নশিপ ও ১৯৯৮ বিশ্বকাপে শিরোপা গৌরব কুড়ায় ফরাসিরা।

এবারের ইউরো কাপে পর্তুগিজদের ভরসাটা যথারীতি ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে। চলতি আসরে তিন গোল ও দুটি অ্যাসিস্ট রয়েছে ইনফর্ম এ স্ট্রাইকারের। ফাইনালে রোনালদোর সামনে রয়েছে ব্যক্তিগত রেকর্ডেরও হাতছানি। চলতি আসরেই গর্বের এক পরিসংখ্যানে ফরাসি লিজেন্ড মিশেল প্লাতিনিকে ছুঁয়ে ফেলেন রোনালদো। ইউরো কাপ ইতিহাসে সর্বাধিক ৯ গোলের রেকর্ড প্লাতিনি-রোনালদোর। পৃথক চার ইউরো কাপে গোলের অনন্য রেকর্ডটিও তিনবারের ফিফা বর্ষসেরা ফুটবলার রোনালদোর। অভিজাত এ ফুটবল আসরে সর্বাধিক ২০ ম্যাচ খেলার রেকর্ডও রোনালদোর।

তবে রোনালদোর সামনে বড় চ্যালেঞ্জটা ফ্রান্সই। ফ্রান্সের বিপক্ষে ২৩৪ মিনিট মাঠে কাটিয়ে এখনও গোলের দেখা পাননি বিশ্বসেরা স্ট্রাইকার রোনালদো। ফুটবলের বড় আসরে নিজ মাটিতে ফ্রান্সের ইতিহাসটা চমকপ্রদ। ইউরো ও বিশ্বকাপের তিন আসরে নিজ মাটিতে ১৮ ম্যাচে অপরাজিত রয়েছে ফরাসিরা। ১৯৮৪ ইউরো, ১৯৯৮ বিশ্বকাপ ও এবারের ইউরো কাপে মোট ১৬টি জয় ফ্রান্সের। বাকি দুই ম্যাচ ড্র। তবে সুখবর রয়েছে পর্তুগাল সমর্থকদের জন্য। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন সেরা ডিফেন্ডার পেপে।

গতকাল যথারীতি অনুশীলনে যোগ দেন রিয়াল মাদ্রিদের এ পর্তুগিজ তারকা। আর কোচ ফারনান্দো সান্তোসের অধীনে ১৩ ম্যাচে অপরাজিত রয়েছে পর্তুগাল। আর বড় আসরে শেষে ১৩ ম্যাচে পর্তুগাল হার দেখেছে মাত্রই একবার। ২০১৪ বিশ্বকাপের গ্রুপ পর্বে ওই ম্যাচে  রোনালদোরা হার দেখেন সেবারের চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে। এবারের ইউরো কাপে সর্বাধিক ১৩ গোলের কৃতিত্ব ফ্রান্স দলের। আর অ্যাটলেটিকো মাদ্রিদের ইনফর্ম ফরোয়ার্ড আন্তোইন গ্রিজম্যান একাই পেয়েছেন এ ৬ গোল। এতে গ্রিজম্যান জোড়া গোলের কৃতিত্ব দেখান দুই ম্যাচে।

শেয়ারবাজারনিউজ/রু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.