আলিফ ইন্ডাষ্ট্রিজের ডিভিডেন্ড ও প্রথম প্রান্তিক প্রকাশ
শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের কোম্পানি আলিফ ইন্ডাষ্ট্রিজ লিমিটেড ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ স্টক ও ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানির বোর্ডসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য, কোম্পানিটি বর্তমানে ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে রয়েছে।
আলোচিত অর্থ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৩৭ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য ২৪.১৪ টাকা ও শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.২৩ টাকা।
ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরে জানানো হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ ডিসেম্বর।
এছাড়াও প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬৫ টাকা এবং শেয়ার প্রতি কার্যকারী নগদ প্রবাহের পরিমাণ হয়েছে (এনওসিএফপিএস) ০.০৮ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ২৪.৭৮ টাকা। যা আগের বছরে একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.৫৬ টাকা, এনওসিএফপিএস ছিল ০.০১ টাকা এবং এনএভিপিএস ছিল ২৪.১৪ টাকা।
শেয়ারবাজারনিউজ/ম.সা