ত্রিদেশী সিরিজে বিসিবি’র দল ঘোষণা

শেয়ারবাজার ডেস্ক: শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশী ওয়ানডে সিরিজ এবং টেস্টের লড়াইয়ে ৩২ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই দলে ডাক পেয়েছেন আনামুল হক বিজয়, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম শান্তর মতো ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত পারফর্মাররাও। জাতীয় ক্রিকেট লীগের আসরে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকা নাসির হোসেনও রয়েছেন এই দলে।
নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন বিপিএল ও প্রথম শ্রেণীর ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করা পেসার আবু জায়েদ রাহি। বছরের শুরুতে ভারত সফরে প্রস্তুতি ম্যাচের স্কোয়াডেও ছিলেন তিনি।
এবারই প্রথম জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে সুযোগ পেলেন সিলেটের এই পেসার। এছাড়া বাংলাদেশ এ দলের হয়ে আয়ারল্যান্ড সিরিজে সেঞ্চুরিয়ান সাদমান হোসাইনকেও সুযোগ দিয়েছে নির্বাচকরা।
বিপিএলে কুমিল্লার হয়ে বল হাতে আলো ছড়ানো অলরাউন্ডার মেহেদি হাসানও রয়েছেন স্কোয়াডে। মূলত এবারের এনসিএলে তিন সেঞ্চুরিতে পাঁচশর বেশি রান তোলার কারনে প্রাথমিক স্কোয়াডের দুয়ার খুলেছে মেহেদির।
দেখে নিন ৩২ সদস্যের ঘোষিত বাংলাদেশ দলটি-
তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, শফিউল ইসলাম, এনামুল হক বিজয়, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম শান্ত, আবু জাহেদ রাহি, মুমিনুল হক, শুভাশিষ রায়,সাদমান ইসলাম, রুবেল হোসেন, সাকিব আল হাসান,আবুল হাসান রাজু, মুশফিকুর রহিম, কামরুল ইসলাম রাব্বি, মাহমুদ উল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ,মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল ইসলাম অপু, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, মো: মিথুন, আরিফুল হক, সৌম্য সরকার, মেহেদী হাসান, মাশরাফি এবং মো: সাইফুদ্দিন।
শেয়ারবাজারনিউজ/ম.সা