আজ: বুধবার, ০৮ মে ২০২৪ইং, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৬ জুলাই ২০১৫, রবিবার |

kidarkar

সৈন্য সংকটে সিরিয়ান আর্মি

bashar al asadশেয়ারবাজার ডেস্ক: সৈন্য সংকটে আছে সিরিয়ার রাষ্ট্রীয় সেনাবাহিনী। সিরিয়ার বিভিন্ন অঞ্চলে বিদ্রোহী বাহিনীর সাথে যুদ্ধে পিছিয়ে পড়ার পর অবশেষে এ বাস্তবতা স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। খবর: আল-জাজিরা।

সম্প্রতি সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের সাথে সম্মূখ যুদ্ধে পিছিয়ে যাচ্ছে। এর মধ্যে উত্তর-পূর্বাঞ্চলের ইদিব শহরও বিদ্রোহীদের হাতে চলে যাবার পর সিরিয়ার সরকারি বাহিনী নিয়ে সমালোচনা উঠে আসে। এর প্রতিক্রিয়া জানাতে গিয়ে রোববার দেশটির প্রেসিডেন্ট এলাকার দখল ছাড়ার বিষয়টিকে সেনাবহিনীর বিষয় মন্তব্য করে বলেন, ‘সেনাবহিনী গুরুত্বের বিচারে ভূমির দখলে দিকে নজর দিচ্ছে। সিরিয়ার ভূমির প্রতিটি ইঞ্চি মহামূল্যবান। সময় হলে বিদ্রোহীদের সরিয়ে দেয়া হবে।’

বাশার আল আসাদ সৈন্য সংকটের কথা স্বীকার করলেও কোনো ধরনের নমনীয়তা দেখাননি। তিনি বলেন, ‘এটা সত্যি যে আর্মি সৈন্য সংকটে ভূগছে। তবে তার অর্থ এই না যে আমরা ছাড় দিব। দেশের সেনারা মাতৃভূমি রক্ষা করবেই।’

উল্লেখ্য, অভ্যন্তরীণ সংঘাত শুরু হবার আগে সিরিয়ার আর্মির অায়তন ছিল ৩লাখের বেশি। কিন্তু যুদ্ধের ফলে মৃত্যু, বিদ্রোহে যোগ দেয়াসহ বিভিন্ন কারণে সেনার সংখ্যা ক্রমাগত কমছে।

শেয়ারবাজারনিউজ/ওহসি/আহাতু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.