আজ: মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ইং, ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৪ জানুয়ারী ২০১৫, শনিবার |

kidarkar

আবারও রাহুর গ্রাসে বাজার

price-chart-downশেয়ারবাজার রিপোর্ট: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে এক কার্যদিবস বাড়লেও বাকি চার দিনই কমছে মূল্য সূচক। এরই ধারাবাহিকতায় সপ্তাহ শেষে ডিএসইর সূচকের পাশাপাশি টাকার অংকে কমেছে লেনদেন। ফলে আবারও রাহুর গ্রাসে পড়লো পুঁজিবাজার।

বিশ্লেষণে দেখা গেছে, গত সপ্তাহে ডিএসইর ব্রড ইনডেক্স কমেছে ৩.১৯ শতাংশ বা ১৫৮ পয়েন্ট। সপ্তাহজুড়ে লেনদেন হওয়া ৩১৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩২টির, কমেছে ২৭১টির, দর অপরিবর্তিত রয়েছে ১২টির এবং লেনদেন হয়নি ৪টি কোম্পানির শেয়ার। যা টাকার অংকে লেনদেন হয়েছে ১ হাজার ২৮৮ কোটি ৭৫ লাখ ৮৪ হাজার ১৭১ টাকা।

এর আগের সপ্তাহ শেষে ডিএসইর ব্রড ইনডেক্স কমেছিল ০.২৫ শতাংশ বা ১২ পয়েন্ট। আর আগের সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৮৫২ কোটি ১৬ লাখ ২১ হাজার ৩৫৮ টাকা। সে হিসেবে গত সপ্তাহে টাকার অংকে লেনদেন কমেছে ৩০.৪২ শতাংশ বা ৫৬৩ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ১৮৭ টাকা।

গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ৭ হাজার ৯৬৬ কোটি ৬৬ লাখ ৪৪ হাজার ৭৪৮ টাকা বা ২.৪১ শতাংশ। আগের সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছিল ১ হাজার কোটি ৮৮ লাখ ৬৬ হাজার ৪৭৮ টাকা বা ০.৩৯ শতাংশ।

ক্যাটাগরি অনুযায়ী গত সপ্তাহে ডিএসইতে ‘এ’ ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছে ৭৭.৭৭ শতাংশ, ‘বি’ ক্যাটাগরির ৩.৬৪ শতাংশ, ‘এন’ ক্যাটাগরির ১৩.৬৪ শতাংশ এবং ‘জেড’ ক্যাটাগরির ৪.৯৬ শতাংশ। যা আগের সপ্তাহে ডিএসইতে ‘এ’ ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছিল ৮৭.৫৩ শতাংশ, ‘বি’ ক্যাটাগরির ৩.০১ শতাংশ, ‘এন’ ক্যাটাগরির ৫.৭৬ শতাংশ এবং ‘জেড’ ক্যাটাগরির ৩.৬৯ শতাংশ।

এদিকে সপ্তাহ শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক ২.৯৯ শতাংশ বা ২৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৯২৪ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হওয়া ২৬৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩১টির, কমেছে ২২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টি কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকে লেনদেন হয়েছে ১২৯ কোটি ১৫ লাখ ৯১ হাজার টাকা।

ক্যাটাগরি অনুযায়ী গত সপ্তাহে সিএসইতে ‘এ’ ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছে ৬৫.০৬শতাংশ, ‘বি’ ক্যাটাগরির ২.৮৫ শতাংশ, ‘এন’ ক্যাটাগরির ২৭.১৫ শতাংশ এবং ‘জেড’ ক্যাটাগরির ৪.৯০ শতাংশ।

এর আগের সপ্তাহে সিএসইর সাধারণ মূল্যসূচক ০.২৫ শতাংশ বা ২৩ পয়েন্ট কমে অবস্থান করেছিল ৯২০০ পয়েন্টে। সে সপ্তাহে লেনদেন হয়েছিল ১৩৬ কোটি ৮৪ লাখ ৯২ হাজার টাকা। সে হিসেবে সিএসইতে গত সপ্তাহে লেনদেন কমেছে ৭ কোটি ৬৯ লাখ ১ হাজার টাকা।

শেয়ারবাজার/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.