আজ: শনিবার, ১১ মে ২০২৪ইং, ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৯ ফেব্রুয়ারী ২০২৪, সোমবার |

kidarkar

অবিশ্বাস্য বোলিং করেছেন রংপুরের পেসার রনি

স্পোর্টস ডেস্ক:কাগজে-কলমে বিপিএলের অন্যতম শক্তিশালী দুই দল রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। দুই দলের লাইনআপে খেলোয়াড়দের তালিকা চোখ কপালে তোলার মতোই। এর ওপর সাম্প্রতিক সময়ে সাকিব-তামিমের সম্পর্কের তিক্ততা বাড়তি মাত্রা যোগ করেছে এই লড়াইয়ে। শেষ চারের পথ আরও সুগম করার লক্ষ্যে সাকিবের রংপুরকে ১৫২ রানের লক্ষ্য দিল তামিমের বরিশাল।

আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৫১ রান তোলে বরিশাল। ব্যাট হাতে সর্বোচ্চ ৪৬ রান করেন কাইল মায়ার্স।

আগে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক তামিমের ব্যাটে দারুণ শুরু করে বরিশাল। মাত্র চার ওভারেই স্কোরবোর্ডে ৩৮ রান তুলে ফেলে বরিশাল। তবে, পঞ্চম ওভারে সাকিবের প্রথম বলেই ধাক্কা খায় বরিশাল। অধিনায়ক তামিমকে ফেরান এই বাঁহাতি অলরাউন্ডারা। আউটের আগে ২০ বলে ৩৩ রান করেন তামিম।

এরপর টম ব্যান্টকে নিয়ে দারুণ এক জুটি গড়ে চাপ সামাল দেন কাইল মায়ার্স। এই দুইজনের ৭২ রানে জুটি ভাঙে ব্যান্টনের বিদায়ে। ২৪ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন এই ডানহাতি ব্যাটার। ব্যান্টনের বিদায়ের পর অভিজ্ঞ মুশফিকুর রহিমের উইকেট হারিয়ে আরও বিপদে পড়ে বরিশাল। দলীয় ১১৫ রানের মাথায় নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মুশফিক। তিন বলে মাত্র পাঁচ রান আসে তার ব্যাট থেকে।

মুশফিকের বিদায়ের মাত্র এক রান পরই ফেরেন মায়ার্স। ২৭ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলেন বিদায় নেন এই ক্যারিবীয় ব্যাটার। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৫১ রানে থামে বরিশাল। অবিশ্বাস্য বোলিং করেছেন রংপুরের পেসার আবু হায়দার রনি। চার ওভারে মাত্র ১২ রান দিয়ে পাঁচ উইকেট নেন এই বাঁহাতি পেসার। আর চার ওভারে ২৫ রান দিয়ে একটি উইকেট নেন সাকিব।

শেয়ারবাজারনিউজ ডটকম/ শি.

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.