আজ: শুক্রবার, ১০ মে ২০২৪ইং, ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৪ মার্চ ২০২৪, সোমবার |

kidarkar

লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি-এর আর্থিক সাক্ষরতা দিবস ২০২৪ কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক: লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি গত ৪ মার্চ, ২০২৪ ইং তারিখে ব্যাক্তি পর্যায়ে মনোভাব ও দক্ষতার সাথে আর্থিক সিদ্ধান্তসম‚হ গ্রহণকে আরও কার্যকর করার পাশপাশি গ্রাহক পর্যায়ে দেশের সার্বিক উন্নয়ন, আর্থিক পণ্য এবং পরিষেবাসমূহের বিষয়ে সচেতনতা ও জ্ঞান বিকাশের লক্ষ্যে “আর্থিক সাক্ষরতা দিবস ২০২৪” কর্মসূচি পালন করে।

লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি-এর প্রধান কার্যালয়ে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিষ্ঠানটির অন্যান্য সকল উর্দ্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব খাজা শাহরিয়ার-এর নেতৃত্বে দিবসটি উদযাপিত হয়। আরো উল্লেখ্য যে, এই দিনে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় অবস্থিত লংকাবাংলা ফাইন্যান্সের ২৭টি শাখার নিজ নিজ অফিস প্রাঙ্গণে শাখা প্রধানদের তত্ত্বাবধানে দিনব্যাপী গ্রাহকদের সাথে আলোচনা ভিত্তিক সেমিনার পরিচালনা করা হয়।

শাখা পর্যায়ে গ্রাহকদের সাথে উক্ত আলোচনা অনুষ্ঠানে শাখা প্রধানগণ সামগ্রিক ব্যাংকিং সম্পর্কিত জ্ঞান, ভোক্তা অধিকার, ভোক্তা ক্ষমতায়ন, লংকাবাংলা ফাইন্যান্স-এর বিভিন্ন আর্থিক পণ্য ও পরিষেবা, ডিজিটাল ব্যাংকিং পরিচিতি ও এই ব্যাংকিং এর মাধ্যমে সেবা গ্রহণ, ডিজিটাল লেনদেনের প্রয়োজনীয়তা এবং আর্থিক সাক্ষরতা দিবসের গুরুত্ব সহ নানান বিষয়ে আলোকপাত করেন যেন পরবর্তীতে গ্রাহকরা সঠিক পন্থায় আর্থিক সিন্ধান্ত গ্রহণের পাশাপাশি নিজেরদের সামগ্রিক উন্নয়ন আনয়নে ভ‚মিকা পালন করতে পারে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.